COVID 19: তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত পরপর ২৮টি হাতি, চাঞ্চল্য

তামিলনাড়ুর মুদুমালাই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রেএবার করোনায় আক্রান্ত হল ২৮টি হাতি। ২৮টি হাতির মধ্যে ২টি হাতির বয়স ৬০-এর উপরে।

একের পর এক হাতি আক্রান্ত করোনায়

চেন্নাই, ৮ জুন: সিংহের(Lion) পর এবার হাতি। তামিলনাড়ুর মুদুমালাই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে (Mudumalai Tiger Reserve ) এবার করোনায় আক্রান্ত হল ২৮টি হাতি। ২৮টি হাতির মধ্যে ২টি হাতির (Elephants) বয়স ৬০-এর উপরে। সংক্রমিত হাতিদের করোনা পরীক্ষার নমুনা পাঠানো হয়েছে উত্তরপ্রদেশের ইন্ডিয়ান ভেটনারি রিসার্চ ইনস্টিটিউটে।

 

তামিলনাড়ু (Tamil Nadu) মুদুমালাই চিড়িয়াখানার হাতিদের করোনায় আক্রান্তের খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুন: Lion Dies of Suspected Coronavirus: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই সিংহের মৃত্যু, অনুমান চিকিৎসকদের

সম্প্রতি তামিলনাড়ুর ভানডালুরের আরিনগর আন্না জুলজিক্যাল পার্কের একটি সিংহ কোভিডে আক্রান্ত হয় বলে খবর পাওয়া যায়। ওই ঘটনার পর ভোপালে ওই সিংহের করোনা পরীক্ষার রিপোর্ট পাঠানো হয় বলে খবর।

জানা যায়, আরিনগর আন্না জুলজিক্যাল পার্কের একটি সিংহ সম্প্রতি অসুস্থ হয়ে পড়ে। তার বেশ কিছু শারীরিক সমস্যা চোখে পড়ে। ওই সিংহটি করোনায় (Corona) আক্রান্ত হতে পারে বলে অনুমান করেন পশু চিকিৎসকরা। অসুস্থ হওয়ার কয়েক দিনের মধ্যেই ওই সিংহটির মৃত্যু হয়। জানা যায় সিংহটি করোনায় আক্রান্ত হয়।সিংহের পর এবার হাতির করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে আসায় শোরগোল শুরু হয়েছে।