Vice President Elections: এনডিএ-র জগদীপ ধনখড়ের বিরুদ্ধে বিরোধী প্রার্থী মার্গারেট আলভা, ঘোষণা শরদ পাওয়ারের
গুজরাটের প্রাক্তন রাজ্যপাল তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা-কে আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করল দেশের বিরোধী দলের জোট।
নতুন দিল্লি, ১৭ জুলাই: গুজরাটের প্রাক্তন রাজ্যপাল তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা (Margaret Alva)-কে আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করল দেশের বিরোধী দলের জোট। আজ, রবিবার দুপুরে বিরোধী নেতাদের বৈঠকের পর এনসিপি প্রধান শরদ পওয়ার উপরাষ্ট্রপতি নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে মার্গারেট আলভা-র নাম ঘোষণা করলেন। ভারতে এখনও পর্যন্ত কোনও মহিলা উপরাষ্ট্রপতি হননি।
আগামী ৬ অগাস্ট এনডিএ-র প্রার্থী জগদীপ ধনখড়ের বিরুদ্ধে লড়বেন কর্ণাটকের প্রাক্তন কংগ্রেস নেত্রী। বর্তমানে দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু-র মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসে। দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে ধনখড় না মার্গারেট আলভা, কে আসেব তা দেখার।
গুজরাটের পাশাপাশি তিনি গোয়া, রাজস্থান ও উত্তরাখণ্ডের রাজ্যপালের দায়িত্ব পালন করেন। মার্গারেট আলভা উত্তরাখণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হয়েছিলেন। দেশে মহিলা জনপ্রতিনিধি বাড়ানোর জন্য তাঁর অবদানের কথা সবাই মানেন। ইন্দিরা ও রাজীব গান্ধী-দুজনের মন্ত্রিসভাতেই তিনি মন্ত্রী ছিলেন। আরও পড়ুন: করোনা টিকাকরণ ২০০ কোটির মাইলফলক নিয়ে দেশবাসীকে অভিনন্দন মোদীর
দেখুন টুইট
রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু-কে দাঁড় করিয়ে বিজেডি, বিএসপি, জেডি (ইউ), জেএমএম সহ এনডিএ-র বাইরে বেশ কিছু দলের সমর্থন আদায় করতে পেরেছে বিজেপি। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে মার্গারেট আলভার মত স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী দাঁড় করিয়ে বিরোধীদের ভাল চাল দিলেন বলে প্রাথমিকভাবে মনে করছে রাজনৈতিক মহল।