Operation Ajay: ইজরায়েল থেকে দেশে ফিরতে ইচ্ছুক ভারতীয়দের জন্য চালু 'অপারেশন অজয়', টুইট বার্তা জয়শঙ্করের

ইজরায়েল থেকে ভারতে ফিরতে ইচ্ছুক ভারতীয়দের জন্য অপারেশন অজেয়-এর সূচনা করেছে কেন্দ্রীয় সরকার। বুধবার রাতে টুইট করে একথাই জানালেন ভারতের বিদেশমন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর।

Photo Credits: ANI

ইজরায়েল (Israel) থেকে ভারতে (India) ফিরতে ইচ্ছুক ভারতীয়দের (Indian) জন্য অপারেশন অজেয় (Operation Ajay)-এর সূচনা করেছে কেন্দ্রীয় সরকার। বুধবার রাতে টুইট করে একথাই জানালেন ভারতের বিদেশমন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর (External Affairs Minister Dr S Jaishankar)।

নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি টুইট করেন, আমাদের নাগরিকরা যাঁরা ইজরায়েল (Israel) থেকে ফিরে আসতে (return) চাইছেন তাঁদের জন্য অপারেশন অজেয় চালু করা হয়েছে। তাঁদের নিরাপদে দেশে ফেরানোর জন্য বিশেষ চাটার্ড ফ্লাইট (Special charter flights) ও অন্যান্য ব্যবস্থা (other arrangements) করা হয়েছে। বিদেশে থাকা আমাদের নাগরিকদের নিরাপত্তা (safety) ও মঙ্গলের (well-being) জন্য আমরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ (Fully committed)। আরও পড়ুন: Mumbai Shocker: মর্মান্তিক, শারীর শিক্ষার ক্লাসের সময় মৃত ১৩ বছরের ছাত্র

আগেই ইজরায়েলের সঙ্গে প্যালেস্তানীয় জঙ্গি গোষ্ঠী হামাসের যুদ্ধ কোনদিকে গড়াচ্ছে, তা নজরে রাখতে ২৪ ঘণ্টা নজরদারি শুরু করেছিল ভারত। ইজরায়েল-হামাস পরিস্থিতি নজরে রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলে বিদেশ মন্ত্রক। পাশাপাশি ইজরায়েলে যে ভারতীয়রা রয়েছেন,তাঁদের কীভাবে সুরক্ষিত রাখা যায়, সে বিষয়ে জোরদার আলোচনা হয়। প্রসঙ্গত, ইজরায়েলে এই মুহূর্তে ১৮ হাজার ভারতীয় রয়েছেন। তাঁদের মধ্যে কেউ হামাস হামলায় আহত বা নিহত হননি বলেই খবর পাওয়া গেছে। ফলে পরিস্থিতি সবসময় পর্যবেক্ষণ করতেই বিদেশ মন্ত্রকের তরফে কন্ট্রোল রুম খোলা হয়। এবার ভারতীয়দের দেশে ফেরাতে অপারেশন অজেয় চালু করা হল।