Gujarat: এমার্জেন্সি রুম থেকে চপ্পল সরাতে বলায় চিকিৎসককে মার, গ্রেফতার রোগীর পরিবারের সদস্যরা

এমার্জেন্সি রুমে চপ্পল পরেছিল রোগীর পরিবারের সদস্যরা। আর কর্তব্যরত চিকিৎসক তাঁদের সেই চপ্পল বাইরে খুলে আসার নির্দেশ দিলে তাঁর ওপরেই চড়াও হয় অভিযুক্তরা।

এমার্জেন্সি রুমে চপ্পল পরেছিল রোগীর পরিবারের সদস্যরা। আর কর্তব্যরত চিকিৎসক তাঁদের সেই চপ্পল বাইরে খুলে আসার নির্দেশ দিলে তাঁর ওপরেই চড়াও হয় অভিযুক্তরা। গত শনিবার ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) ভাবনগরের সিহোর এলাকার একটি বেসরকারি হাসপাতালে। সেই নার্সিংহোমের এমার্জেন্সি রুমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। অন্যদিকে আক্রান্ত চিকিৎসককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশসূত্রে খবর, একজন মহিলা রোগীকে মাথায় চোট লাগার কারণে কয়েকজন যুবক হাসপাতালে নিয়ে এসেছিল। এদের সকলের পায়েই জুতো ছিল। তখনই ওই চিকিৎসক ও তাঁর সহকারী এসে জুতোগুলি বাইরের রাখার নির্দেশ দেয়।

আর তারপরেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। আর তারমধ্যেই চিকিৎসক জয়দীপ সিংহ গোহিলের হাত তোলে এক যুবক। তারপরেই চিকিৎসকের ওপর হামলা চালায় সকলে। পাল্টা নিজেকে বাচানোর চেষ্টা করেন ওই চিকিৎসক। আর এই হাতাহাতিতে রুমের একাধিক চিকিৎসার সরঞ্জাম নষ্ট হয়। ভেঙে যায় দামী ওষুধের শিশি। পরে ঘটনাস্থলে নার্স ও হাসপাতালের বাকি কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেয়।

এরপর পুলিশে অভিযোগ দায়ের হলে রোগীর পরিবারের সদস্য হিরেন দাঙ্গার, ভাবদীপ দাঙ্গার এবং কৌশিক কুভাদিয়া নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে ১১৫ (২), ৩৫১ (৩), ৩৫২ ধারায় মামলা রুজু করা হয়েছে।