PM Narendra Modi's Meeting On COVID: ওমিক্রন সংক্রমক, গুজব নয়, প্রত্যেকে সতর্ক থাকুন, বললেন মোদী

বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা রুখতে ২৩ হাজার কোটি টাকার প্য়াকেজ ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রের এই প্যাকেজগুলিকে ব্যবহার করতে হবে রাজ্যের। কেন্দ্রের ওই প্যাকেজের মাধ্যমে রাজ্যগুলি যাতে স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

Modi's Meeting With CM's (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ১৩ জানুয়ারি:  ওমিক্রন (Omicron) অত্যন্ত সংক্রমক। করোনার (Coronavirus) আগের প্রজাতিগুলির তুলনায় ওমিক্রন অনেক বেশি সংক্রমক। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রধানমন্ত্রী বলেন, ওমিক্রন পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। ওমিক্রনকে রুখতে প্রত্যেককে সজাগ এবং সতর্ক থাকতে হবে। ওমিক্রনকে রুখতে প্রত্যেকে সজাগ এবং সতর্ক থাকলে, তবেই এই মহামারীকে শেষ করা সম্ভব হবে বলে জানান প্রধানমন্ত্রী।

বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা রুখতে ২৩ হাজার কোটি টাকার প্য়াকেজ ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রের এই প্যাকেজগুলিকে ব্যবহার করতে হবে রাজ্যের। কেন্দ্রের ওই প্যাকেজের মাধ্যমে রাজ্যগুলি যাতে স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। করোনা রুখতে কেন্দ্র এবং রাজ্য যাতে একযোগে কাজ করতে পারে, সেদিক খেয়াল রেখে স্বাস্থ্য পরিকাঠামোয় উন্নতি করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন:  Omicron: কেরলে ভয়াবহ সংক্রমণ, একযোগে ওমিক্রনে আক্রান্ত ৫৯, তালিকায় একাধিক বিদেশ ফেরৎ

করোনা রুখতে টিকা (Corona Vaccine) নিতে হবে। করোনা রুখে দিতে 'হর ঘর দস্তক' প্রকল্পের মাধ্যমে টিকাই একমাত্র ভরসা বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সেই কারণে স্বাস্থ্য কর্মী এবং দেশের বয়ষ্কদের যাতে শিগগিরই বুস্টার ডোজ দেওয়া যায়, কেন্দ্রের তরফে সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানান মোদী। মহামারী রুখতে টিকাকরণই একমাত্র হাতিয়ার বলেও মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বর্তমানে করোনার অত্যন্ত সংক্রমক প্রজাতি ওমিক্রনকে রুখতে যেমন ব্যবস্থা করতে হবে, সেই ভবিষ্যতের জন্যও তৈরি থাকতে হবে। ওমিক্রনের মতো সংক্রমক প্রজাতি ভবিষ্যতেও হানা দিতে পারে। ফলে সেই প্রজাতিগুলিকে রুখতে সমস্ত ধরনের ব্যবস্থা করে তৈরি থাকতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষকে যেমন সতর্ক থাকতে হবে, তেমনি গুজবে কান দেওয়া যাবে না। অযথা ব্যস্ত হলেও চলবে না বলে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।



@endif