Odisha Priest Chops Off Man’s Head: 'নরবলি দিলেই পালাবে করোনা', মন্দিরে যুবকের মাথা কেটে পুজো পুরোহিতের

করোনাভাইরাস (Coronavirus) মহামারী রুখতে দেওয়া হল নরবলি দিল পুরোহিত (priest)। স্থানীয় এক যুবককে বলি দিয়ে তাঁর মুন্ডু উত্‍সর্গ করল একটি মন্দিরের পুরোহিত। মন্দিরের মধ্যেই ওই যুবককে বলি দেয় সে৷ তারপর মুন্ডুটি রেখে পুজো করে৷ পুরোহিতের বক্তব্য, ভগবান তুষ্ট হবে৷ করোনা মহামারি থেমে যাবে৷ বুধবার মধ্যরাতে চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে কটক জেলার (Cuttack district) নরসিংহপুর (Narasinghpur)থানা এলাকার বান্ধাহুদা গ্রামে৷ অভিযুক্ত পুরোহিতের নাম সনসারি ওঝা (Sansari Ojha)। বয়স ৭২৷ নরবলি দিয়ে পুজো শেষ করে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে৷ হত্যায় ব্যবহৃত কুড়ুলটি পুলিশ উদ্ধার করেছে।

(প্রতীকী ছবি: Pixabay)

কটক, ২৮ মে: করোনাভাইরাস (Coronavirus) মহামারী রুখতে দেওয়া হল নরবলি দিল পুরোহিত (priest)। স্থানীয় এক যুবককে বলি দিয়ে তাঁর মুন্ডু উত্‍সর্গ করল একটি মন্দিরের পুরোহিত। মন্দিরের মধ্যেই ওই যুবককে বলি দেয় সে৷ তারপর মুন্ডুটি রেখে পুজো করে৷ পুরোহিতের বক্তব্য, ভগবান তুষ্ট হবে৷ করোনা মহামারি থেমে যাবে৷ বুধবার মধ্যরাতে চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে কটক জেলার (Cuttack district) নরসিংহপুর (Narasinghpur)থানা এলাকার বান্ধাহুদা গ্রামে৷ অভিযুক্ত পুরোহিতের নাম সনসারি ওঝা (Sansari Ojha)। বয়স ৭২৷ নরবলি দিয়ে পুজো শেষ করে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে৷ হত্যায় ব্যবহৃত কুড়ুলটি পুলিশ উদ্ধার করেছে।

যাকে নরবলি দিয়েছে, সেই যুবকের নাম সরোজ কুমার প্রধান (২৫)৷ অভিযুক্ত পুরোহিত পুলিশকে জানিয়েছে, নরবলির আগে তার সঙ্গে সরোজের বচসা হয়৷ পুলিশি জেরায় ওই পুরোহিত বলে, স্বপ্নে তাকে ভগবান নির্দেশ দিয়েছিল নরবলি দিলেই করোনা ভাইরাস সংক্রমণ থেমে যাবে৷ ভগবানের নির্দেশেই সে নরবলি দিয়েছে। আরও পড়ুন: Monsoon 2020 Forecast: কোনওরকম দেরির প্রসঙ্গ নেই, জুনের ১ তারিখেই বর্ষা আসছে কেরালায়; জানালো মৌসম ভবন

স্থানীয়রা জানিয়েছেন, আমবাগান সংক্রান্ত বিষয়ে ওই যুবকের সঙ্গে দীর্ঘ দিন ধরেই বচসা ছিল পুরোহিতের৷ ডিআইজি (সেন্ট্রাল রেঞ্জ) আশিস কুমার সিং বলেন, "নরবলির ঘটনাটি ঘটার সময় ওই পুরোহিত মত্ত ছিল। রাতে নরবলি দিয়ে সকালে তার হুঁশ ফেরে৷ তারপর আত্মসমর্পণ করে৷" পুলিশ আরও বলেছে যে পুরোহিত মানসিকভাবে সুস্থ নন।