Odisha Minister Naba Das: মন্ত্রীর বুকে গুলি পুলিশের, মৃত্যুর সঙ্গে লড়ছেন নবীন পট্টনায়কের মন্ত্রিসভার সদস্য নব দাস
ওডিশার স্বাস্থ্যমন্ত্রী নব কুমার দাস আক্রান্ত পুলিশের হাতে। ঝারসুগুদা জেলার ব্রজরাজনগরে এক অনুষ্ঠানে হাজির হতে গিয়ে গাড়ি থাকার নামার সময় নব দাসকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালান এক পুলিশ কর্মী।
ওডিশার স্বাস্থ্যমন্ত্রী নব কুমার দাস আক্রান্ত পুলিশের হাতে। ঝারসুগুদা জেলার ব্রজরাজনগরে এক অনুষ্ঠানে হাজির হতে গিয়ে গাড়ি থাকার নামার সময় নব দাসকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালান এক পুলিশ কর্মী। গুলি গিয়ে সোজা লাগে ওডিশার স্বাস্থ্যমন্ত্রীর বুকে। সেখানেই তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে চিকিতসার পর, এয়ার অ্যাম্বুলেন্সে উড়িয়ে তাঁকে ভূবনেশ্বরে আনা হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ওডিশার মুখ্য়মন্ত্রী নবীন পট্টনায়েক তাঁর মন্ত্রিসভার সদস্য নব কুমার দাসের শারীরিক অবস্থা নিয়ে খোঁজ নিতে হাসপাতালে হাজির হন। নব দাসের ছেলের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। এই ঘটনায় তদন্তের নির্দেশও দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, আজ, রবিবার দুপুর ১টা নাগাদ মন্ত্রীর গায়ে গুলি চালানোর ঘটনা ঘটে। জানা গিয়েছে গোপাল দাসের নামের এক অ্যাসিসটেন্ট সাব ইনস্পেকটর (ASI)-মন্ত্রীকে গুলি করে পালিয়ে যান। পরে অভিযুক্ত এএসআই-কে ধরে ফেলেন স্থানীয়রা। গোপাল দাসকে গ্রেফতার করেছে পুলিশ। আরও পড়ুন-ভারতীয় সেনার ঘাতক টিমের সাফল্য, দুর্গম দ্বীপ থেকে ধৃত ৭ বিদেশি চোরাশিকারি
দেখুন ভিডিয়ো
দেখুন কীভাবে গুলি করে হল
প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ত্রী নব কুমার দাস গাড়ি থেকে নামতেই গুলি চালানো হয়। পরপর দু'বার গুলির শব্দ পাওয়া যায়। এক ভিডিয়োতে দেখা যায়, গুলি লাগার পর বুক থেকে বের হওয়া রক্তে ভেসে যাচ্ছে মন্ত্রীর জামা। তিনি জ্ঞান হারিয়েছেন বলেও ভিডিওতে দেখা যাচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য এক অফিসের উদ্বোধনে এসেছিলেন মন্ত্রী। নব কুমার দাসই ছিলেন প্রধান অতিথি।