Lower Suktel Irrigation Project: কর্মযোগী! ছবিতে দেখুন ওড়িশাকে আরও উন্নত ও সুন্দর কীভাবে করছেন নবীন পট্টনায়েক
রাজনৈতিক বিশ্লেষকরা বলেন বিদেশে পড়াশোনা করা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ওড়িয়া ভাষা জানেন না। তাই নাকি খুব একটা সাংবাদিক বৈঠক করেন না। যদিও বাস্তব বলে চুপচাপ থেকেও নিজের রাজ্য ওড়িশার উন্নয়নের জন্য বাবা বিজু পট্টনায়েকের থেকে বেশি কাজ করেছেন নবীন।
বোলাঙ্গির: রাজনৈতিক বিশ্লেষকরা বলেন বিদেশে পড়াশোনা করা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Odisha Chief Minister Naveen Patnaik) ওড়িয়া ভাষা জানেন না। তাই নাকি খুব একটা সাংবাদিক বৈঠক করেন না। যদিও বাস্তব বলে চুপচাপ থেকেও নিজের রাজ্য ওড়িশার উন্নয়নের জন্য বাবা বিজু পট্টনায়েকের থেকে বেশি কাজ করেছেন নবীন। কেন্দ্রে যে দলের বা জোটের সরকারই থাকুন না কেন নিজের রাজ্যের জন্য প্রয়োজনীয় অর্থ ঠিক আদায় করে এনেছেন তিনি। আরও পড়ুন: Gautam Adani on SC Verdict In Hindenburg Case: হিন্ডেনবার্গ মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর নীরবতা ভাঙলেন গৌতম আদানি, লিখলেন- 'সত্যমেব জয়তে' (দেখুন টুইট)
বুধবারও দেখে গেল ওড়িশার (Odisha) বোলাঙ্গিরে (Bolangir) তৈরি নির্মীয়মাণ লোয়ার সুকটেল সেচ প্রকল্পের (Lower Suktel Irrigation Project) বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখলেন তিনি। পাশাপাশি বোলাঙ্গির ও ওড়িশার জনগণের নামে এই সেচ প্রকল্পটি উৎসর্গ করলেন। সেচ খাতে উন্নয়ন ও রাজ্যের কৃষকদের ক্ষমতায়নের (empower) জন্য তাঁর এই পরিকল্পনা ওড়িশাকে আরও উন্নত করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, ২০২৪ সালের মধ্যে শেষ হওয়া এই সেচ প্রকল্পের (irrigation sector) ফলে ২০৩টি গ্রামের প্রায় এক লক্ষ একর জমিতে জল দেওয়া সম্ভব হবে আর উপকৃত হবেন প্রায় ৭৫ হাজার মানুষ। আরও পড়ুন: Video: আসছে বন্দে মেট্রো, নয়া চমকের অপেক্ষায় দেশ, দেখুন ভিডিয়ো