NPR: 'বিনা অনুমতিতে ভারতে বসবাসকারী অভিবাসীদের আটক করা হবে ডিটেনশন ক্যাম্পে' এনপিআর নিয়ে সরাসরি সাক্ষাৎকারে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
কেন্দ্রীয় মন্ত্রিসভায় (Cabinet) জানিয়ে দেওয়া হল আগামী পয়লা এপ্রিল থেকেই দেশজুড়ে এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশনের কাজ (NPR Updation) শুরু হবে। চলবে ২০২০-র ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃ্ত্বে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই এনপিআর-এর জন্য ৮,৫০০ কোটি টাকা বরাদ্দ করার কথাও ঘোষণা করেছে। ফলে, কেন্দ্রীয় মন্ত্রীসভায় আগামী বছর এনপিআরের জন্য অনুমোদন দেওয়া হয়ে গেল। আজ সন্ধ্যেতেই এনপিআর সম্পর্কে যাবতীয় তথ্য দিতে এক বিশ্বব্যপী সংবাদ সংস্থায় সরাসরি সাক্ষাৎকারে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নতুন দিল্লি, ২৪ ডিসেম্বর: কেন্দ্রীয় মন্ত্রিসভায় (Cabinet) জানিয়ে দেওয়া হল আগামী পয়লা এপ্রিল থেকেই দেশজুড়ে এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশনের কাজ (NPR Updation) শুরু হবে। চলবে ২০২০-র ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃ্ত্বে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই এনপিআর-এর জন্য ৮,৫০০ কোটি টাকা বরাদ্দ করার কথাও ঘোষণা করেছে। ফলে, কেন্দ্রীয় মন্ত্রীসভায় আগামী বছর এনপিআরের জন্য অনুমোদন দেওয়া হয়ে গেল। আজ সন্ধ্যেতেই এনপিআর সম্পর্কে যাবতীয় তথ্য দিতে এক বিশ্বব্যপী সংবাদ সংস্থায় সরাসরি সাক্ষাৎকারে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন ওই সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) বললেন, "বিনা অনুমতিতে ভারতে বসবাসকারী অভিবাসীদের আটক করা হবে ডিটেনশন ক্যাম্পে (Detention Camp)।" দেশজুড়ে নাগরিক আইন নিয়ে বিক্ষোভের মধ্যেই এবার ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের প্রস্তুতিতে সম্মতি জানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ ও কেরালায় ইতিমধ্যেই NPR তৈরির প্রস্তুতি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে দাবি করা হচ্ছে, সংবিধান অনুযায়ী নাগরিকত্ব বিষয়টি কেন্দ্রীয় অধিকারের আওতায় পড়ে। ফলে কোনও রাজ্যই NPR-এর কাজে বাধা দিতে পারে না। আরও পড়ুন: NPR Updation Gets Green Signal From Cabinet: কেন্দ্রীয় মন্ত্রীসভার সবুজ সংকেত, আগামী এপ্রিলেই শুরু এনপিআর-এর কাজ
দেখুন সরাসরি সাক্ষাৎকার-
এদিনের সাক্ষাৎকারে আরও যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী-
- নাগরিকত্ব সংশোধন আইনে (CAA) কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা নেই
- সিএএ-এর আওতায় নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কথা বলা হয়নি। সিএএ-এর আওতায় নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে
- কেরালা এবং পশ্চিমবঙ্গকে এনপিআর প্রক্রিয়া বন্ধে কোনও পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান হয়েছে। এতে রাজ্যের দরিদ্র জনগণের ক্ষতিত হবে
- আসাদউদ্দীন ওয়াইসি সবসময়ই আমরা যা করি তার বিরোধিতা করে থাকেন। তবে আমি তাকে এটাও নিশ্চিত করতে চাই যে সিএএ এবং এনআরসির সঙ্গে এটির কোনও সম্পর্ক নেই
- এনপিআরের অধীনে কোনও নথি তৈরি করার দরকার নেই কোন ব্যক্তির
- আমি দেশকে আশ্বস্ত করতে চাই এনপিআরের জন্য সংগৃহীত তথ্য এনআরসিতে ব্যবহৃত হবে না
- বিরোধীদের দ্বারা এ দেশের মানুষ দারুণভাবে ভুল বুঝছে
- ডিটেনশন ক্যাম্পে কেবলমাত্র অবৈধ অভিবাসীদের জন্যই