Drones Banned in Noida: নরেন্দ্র মোদি আসছেন, নয়ডায় নিষিদ্ধ ব্যক্তিগত ড্রোনের ওড়াউড়ি
জিওয়ার সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই আগামী ২৫ নভেম্বর পর্যন্ত নয়ডার আকাশে নিষিদ্ধ হল সমস্তরকম ব্যক্তিগত ড্রোনের ওড়াউড়ি। গৌতম বুদ্ধ নগর থানার পুলিশ এই নিষেধাজ্ঞা জারি করেছে।
নয়ডা, ১৮ নভেম্বর: জিওয়ার সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই আগামী ২৫ নভেম্বর পর্যন্ত নয়ডার আকাশে নিষিদ্ধ হল সমস্তরকম ব্যক্তিগত ড্রোনের ওড়াউড়ি (Drones Banned)। গৌতম বুদ্ধ নগর থানার পুলিশ এই নিষেধাজ্ঞা জারি করেছে। প্রধানমন্ত্রীর সফরের সময় যাতে গৌতম বুদ্ধ নগর, লাগোয়া দিল্লি ও উত্তরপ্রদেশের পশ্চিমাংশে কোনও ব্যক্তিগত ড্রোন উড়তে না পারে সেজন্য CRPC-র ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। গৌতম বুদ্ধ নগর জেলার জিওয়ার এলাকায় নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর এই শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। আরও পড়ুন-Instagram On Identity Verification: ভুয়ো ইউজার? এবার ভিডিও সেলফি চাইছে ইনস্টাগ্রাম
এদিকে প্রধানমন্ত্রী সফর উপলক্ষে এক সরকারি বিবৃতি পড়ে শোনান অতিরিক্ত পুলিশ কমিশনার (আইন শৃঙ্খলা) শ্রদ্ধা পাণ্ডে। "আগামী ২৫ নভেম্বর নির্ধারিত সফরে নয়ডায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সুরক্ষার দিকটি সুনিশ্চিত করতেই সংশ্লিষ্ট এলাকায় ব্যক্তিগত ড্রোনের ব্যবহার নিষিদ্ধ হয়েছে। তাই ১৭ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ওই এলাকার আকাশে CRPC-র ১৪৪ ধারা অনুযায়ী কোনও সংস্থার বা ব্যক্তির ড্রোন উড়বে না। " কেউ যদি আইন ভঙ্গ করেন তবে তাঁর বিরুদ্ধে ভারতী দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা রুজু হবে। এবং সেই মতো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।