Piyush Goyal On Train Accidents: ২২ মাসে দেশে রেল দুর্ঘটনায় কোনও যাত্রীর মৃত্যু হয়নি, সংসদে দাবি রেলমন্ত্রী পীযূষ গোয়েলের

গত ২২ মাসে সারা দেশে রেল দুর্ঘটনায় (Train Accidents) কোনও যাত্রীর মৃত্যু হয়নি। আজ সংসদে একথা জানালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। তিনি জানান, ২০১৯ সালের ২২ মার্চ শেষবার রেল দুর্ঘটনায় কোনও যাত্রীর মৃত্যু হয়েছিল। প্রাক্তন রেলমন্ত্রী ও তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবদীর এই প্রশ্নের উত্তরে রাজ্যসভায় এ কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, গত ৬ বছরে আমরা সুরক্ষার জন্য আরও বেশি পরিমাণে মনোনিবেশ করেছি।

রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Photo: ANI)

নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি: গত ২২ মাসে সারা দেশে রেল দুর্ঘটনায় (Train Accidents) কোনও যাত্রীর মৃত্যু হয়নি। আজ সংসদে একথা জানালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। তিনি জানান, ২০১৯ সালের ২২ মার্চ শেষবার রেল দুর্ঘটনায় কোনও যাত্রীর মৃত্যু হয়েছিল। প্রাক্তন রেলমন্ত্রী ও তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবদীর এই প্রশ্নের উত্তরে রাজ্যসভায় এ কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, গত ৬ বছরে আমরা সুরক্ষার জন্য আরও বেশি পরিমাণে মনোনিবেশ করেছি।

মন্ত্রীর এই দাবিতে বিরোধী সাংসদরা হইচই শুরু করেন। তাঁরা পাল্টা দাবি করেন, মহামারীজনিত কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল, তাই দুর্ঘটনা ঘটেনি। জবাবে মন্ত্রী বলেন, "কয়েকজন সদস্যের এ কথা মনে নেই যে ট্রেন ২০২০ সালের মার্চের আগে চলেছিল এবং পরে এপ্রিল থেকে পরিষেবা আবারও চালু করা হয়েছিল এবং এখন ৭০ শতাংশ পরিষেবা চালু রয়েছে। কিন্তু সভায় উপস্থিত কয়েকজন সদস্যের স্মৃতি খুবই কম।" সামগ্রিক সুরক্ষা এবং বিশেষত ব্রিজ বাড়ানোর জন্য মন্ত্রক আধুনিক যন্ত্রপাতি স্থাপনের কথা ভাবছে কি না এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, "ভারতে ৩৪ হাজার ৬৬৫টি রেল ব্রিজ রয়েছে। যেগুলি ১০০ বছরেরও বেশি পুরানো। তবে মন্ত্রকের একটি শক্তিশালী পরিদর্শন ব্যবস্থা রয়েছে, যারা বর্ষার আগে ও পরে এগুলি পর্যবেক্ষণ করে। আরও পড়ুন: Coronavirus Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৯,৩০৯ জন, মৃত্যু ৮৭ জনের

এই ব্রিজগুলি নিরীক্ষণের জন্য রেল ড্রোনের সাহায্য নিচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "ড্রোন সেতুর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সঠিক পদ্ধতি হবে না। টেনসিল চাপ পরীক্ষা করা ইত্যাদি সহ নানা বিষয় রয়েছে। তবে আমি সদস্যদের পরামর্শ স্বাগত জানাচ্ছি।"