Madhya Pradesh: সিঙ্গাড়ার সঙ্গে চামচ, বাটি কোথায়? দোকানের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ ক্রেতার

এমনই একটি ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ছাতারপুরে। যেখানে ছাতারপুর বাসস্ট্য়ান্ডের একটি দোকানে (রাকেশ সামোসা) সিঙ্গাড়া কিনতে গিয়েছিলেন বংশ বাহাদুর। দোকানদার সিঙ্গাড়ার সঙ্গে কেন চামচ, বাটি দেননি, সেই অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করেন বংশ।

Samosa (Photo Credit: Twitter)

ভোপাল, ৬ সেপ্টেম্বর:  সিঙ্গাড়ার ( Samosa ) দোকানে কেন চামচ, বাটি দেওয়া হয়নি, মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে এমন অভিযোগ জানালেন এক ব্যক্তি। সিঙ্গাড়া কিনেত গিয়ে তিনি দোকানের মালিকের কাছ থেকে চামচ, বাটি পাননি। শিগগিরই যাতে এই সমস্যার সমাধান করা হয়, সেই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করলেন বংশ বাহাদুর নামে এক ব্যক্তি।

শুনতে অবাক লাগলেও, এমনই একটি ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ছাতারপুরে। যেখানে ছাতারপুর বাসস্ট্য়ান্ডের একটি দোকানে (রাকেশ সামোসা) সিঙ্গাড়া কিনতে গিয়েছিলেন বংশ বাহাদুর। দোকানদার সিঙ্গাড়ার সঙ্গে কেন চামচ, বাটি দেননি, সেই অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করেন বংশ। মুখ্যমন্ত্রীর অফিস যাতে শিগগিরই এই সমস্যার সমাধান করে, সে বিষয়ে আবেদন জানান বংশ।

আরও পড়ুন:  Typhoon Hinnamnor: উত্তাল সমুদ্র, ঘরবাড়ি ডুবছে জলে, মহাশক্তিশালী টাইফুন হিন্নামনরে ওলটপালট দক্ষিণ কোরিয়া, দেখুন

বিষয়টি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয়। নেটিজেনদের মধ্যেও বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়। গত ৩০ অগাস্ট বংশ বাহাদুর সিএমও অফিসে অভিযোগ দায়ের করলেও, ৫ সেপ্টেম্বর তা খারিজ করে দেওয়া হয়। তবে ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় আলোচনা।