Nitish screams at BJP MLAs: বিজেপি বিধায়কদের মাতাল বলে কটাক্ষ নীতীশের! জেনে নিন একথা কেন বললেন বিহারের মুখ্যমন্ত্রী
সোজাসুজি আক্রমণের রাস্তায় হেঁটে মদ বিক্রি বন্ধ করার আইনের বিরোধিতা করায় বিজেপি বিধায়কদের বললেন, তোমরা সবাই মাতাল হয়ে গেছ।
পাটনা: বিষাক্ত মদ (Spurious liquor) খেয়ে বিহারের (Bihar) সারন জেলার (Saran district) ছাপরাতে (Chhapra) পাঁচজনের মৃত্যু (death) হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই মৃতের সংখ্যা আরও বাড়াতে পারে বলে সতর্ক করা হয়েছে। এর জেরে সংযুক্ত জনতা দলের প্রধান (Janata Dal-United chief) নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকারের আফগারি নীতি ও ২০১৬ সালে রাজ্যজুড়ে মদ বিক্রি বন্ধ করার আইনের (Liquor Ban Act) সমালোচনায় মুখর হয়েছে বিজেপি (BJP)।
তাদের দলের বিধায়করা ও বিরোধী দলনেতা বিজয় কুমার সিনহা (LOP Vijay Kumar Sinha) মদ বিক্রি বন্ধের আইনকেই ছাপরায় বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর ঘটনার জন্য দায়ী করছেন। এই অবস্থায় বিধানসভার মধ্যেই নিজের মেজাজ হারিয়ে বিজেপি বিধায়কদের (BJP MLAs) মাতাল (drunk) বলে কটাক্ষ করলেন বিহারের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar Chief Minister Nitish kumar)। সোজাসুজি আক্রমণের রাস্তায় হেঁটে মদ বিক্রি বন্ধ করার আইনের বিরোধিতা করায় বিজেপি বিধায়কদের বললেন, তোমরা সবাই মাতাল হয়ে গেছ (Sharabi ho gaye ho tum)।
মুখ্যমন্ত্রীর এই কথার প্রতিবাদে বিহার বিধানসভার (Bihar assembly) বাইরে বেরিয়ে এসে পরে বিক্ষোভ দেখাতে দেখা যায় বিহারের বিরোধী দলের বিধায়কদের (opposition lawmakers)। আরও পড়ুন: MP Shocker: ক্লাসরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা দশম শ্রেণীর ছাত্রের, সিসিটিভি-তে ধরা পরে ঘটনা
প্রসঙ্গত উল্লেখ্য, বিহারের ছাপরার ইসায়ুভপুর (Ishauvpur) এলাকায় পাঁচজনের সন্দেহজনকভাবে (suspicious) মৃত্যু (death) হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এপ্রসঙ্গে ছাপরার পুলিশ সুপার (police super) বলেন, তিন জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দেখে মনে হচ্ছে সন্দেহজনক কারণেই মৃত্যু হয়েছে। আরও কিছু মানুষ বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন রয়েছে বলে জানতে পেরেছি। ছাপরা সদর হাসপাতালে (Chhapra Sadar Hospital) চিকিৎসাধীন থাকা অমিত রঞ্জনের (Amit Ranjan) মৃত্যুর পর জেলা পুলিশের একটি দল গিয়ে মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)