IPL Auction 2025 Live

Nitish Kumar To Become Next CM Of Bihar: বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমার, সিদ্ধান্ত এনডিএ-র

বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমার। আজ এনডিএ-র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এনিএ-র বৈঠকে যোগ দিতে দিল্লি থেকে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নীতীশ কুমারের বাড়িতেই এই বৈঠক হয়।

Photo Credits: PTI

পাটনা, ১৫ নভেম্বর: বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমার। আজ এনডিএ-র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এনিএ-র বৈঠকে যোগ দিতে দিল্লি থেকে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নীতীশ কুমারের বাড়িতেই এই বৈঠক হয়।বিহারে এবারের বিধানসভা নির্বাচনে ১২৫টি আসন পেয়ে ফের সরকার গড়ছে এনডিএ। এনডিএ-র সহযোগী দলগুলির মধ্যে সবচেয়ে বেশি ৭৪টি আসন পেয়েছে বিজেপি। জনতা দল ইউনাইটেড পেয়েছে ৪৩টি আসন।

ফলে নীতীশ কুমারকেই ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখা যাবে কি না, সে বিষয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছিল। য়দিও বিজেপি প্রথম থেকেই জানিয়ে দিয়েছিল যে নীতীশই হবে মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গেরুয়া দলের শীর্ষ নেতৃত্ব জোরালোভাবে নীতীশ কুমারকে সমর্থন করেছেন। আরও পড়ুন: Birsa Munda Birth Anniversary: স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

এদিকে নীতীশ কুমার সরকার গড়লেও বিজেপির নেতৃত্বাধীন সরকার কতদিন স্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আরজেডি নেতা মজোজ ঝা। তিনি বলেছেন, এনডিএ এবং বিজেপিকেও স্বীকার করতে হবে যে, যদি মানুষের এই রায় পরিবর্তনের জন্য় না হত তবে নীতীশ কুমারে দল বিধানসভায় প্রায় ৪০টি আসন জিততে পারত।