Center Announces Relief Package Of For Poor: করোনা মোকাবিলায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ, ঘোষণা কেন্দ্রের

করোনাভাইরাসের মোকিবিলায় আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। শ্রমিক, গরিব মানুষের জন্য ১ লাখ ৭০ হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লাখ টাকার বীমা। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় (Pradhan Mantri Garib Kalyan Ann Yojna) ৮০ কোটি গরিব নাগরিক প্রতি মাসে ৫ কেজি চাল এবং গম পাবে। তিন মাস দেওয়া হবে এই খাদ্য সামগ্রী। বর্তমানে চালু থাকা ৫ কেজি চাল বা গমের অতিরিক্ত হিসেবে এই খাদ্য সামগ্রী দেওয়া হবে। এছাড়া আগামী ৩ মাস ১ কেজি করে ডাল দেওয়া হবে পরিবার পিছু।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৬ মার্চ: করোনাভাইরাসের মোকাবিলায় আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। শ্রমিক, গরিব মানুষের জন্য ১ লাখ ৭০ হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লাখ টাকার বীমা। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় (Pradhan Mantri Garib Kalyan Ann Yojna) ৮০ কোটি গরিব নাগরিক প্রতি মাসে ৫ কেজি চাল এবং গম পাবে। তিন মাস দেওয়া হবে এই খাদ্য সামগ্রী। বর্তমানে চালু থাকা ৫ কেজি চাল বা গমের অতিরিক্ত হিসেবে এই খাদ্য সামগ্রী দেওয়া হবে।

এছাড়া আগামী ৩ মাস ১ কেজি করে ডাল দেওয়া হবে পরিবার পিছু। দরিদ্র ও দিন মজুরদের কথা মাথায় রেখে এই প্যাকেজ, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এছাড়া, ১০০ দিনের কাজে মজুরি ১৮২ টাকা থেকে বেড়ে হল ২০২ টাকা। এতে উপকৃত হবে ৫ কোটি পরিবার। এছাড়া বিধবা / পেনশনভোগী / বিশেষ ভাবে সক্ষমরা অতিরিক্ত ১ হাজার টাকা করে পাবেন ৩ মাস। দুটি কিস্তিতে এই টাকা দেওয়া হবে। আরও পড়ুন: Beware Of Malware-Infected Coronavirus Links: করোনাভাইরাসের দোহাই দিয়ে আপনার মোবাইলে সাইবার অপরাধীরা, সাবধান করল কেন্দ্র

মহিলা জন ধন অ্যাকাউন্টধারীরা পরের তিন মাসের জন্য প্রতি মাসে ৫০০ টাকা করে পাবেন। এতে উপকৃত হবেন ২০ কোটি মহিলা। উজ্জ্বলা গ্রাহকরা আগামী ৩ মাস বিনা মূল্যে রান্নার গ্যাস পাবেন। এছাড়া ৬৩ লাখ স্বনির্ভর গোষ্ঠী ২০ লাখ টাকা পর্যন্ত লোন পাবে মাসিক ১৫ হাজারের কম বেতনভুক্ত কর্মচারিদের পিএফ আগামী ৩ মাস জমা দেবে কেন্দ্র ১০০-র কম কর্মচারি আছে, এমন সংস্থার কর্মচারিদের পিএফ দেবে কেন্দ্র। এর ফলে উপকৃত হবেন ৮০ লক্ষ শ্রমিক। নির্মাণকর্মীদের ওয়েলফেয়ার ফান্ডে ৩১ হাজার কোটি টাকা বরাদ্দ।