Nirbhaya Case: ফাঁসি আটকাতে নয়া খেল, মণীশ সিসোদিয়া নির্বাচনী বিধি ভেঙেছেন অভিযোগ তুলে কমিশনে নির্ভয়ার ধর্ষক বিনয় শর্মা
নতুন দিল্লি, ২১ ফেব্রুয়ারি: দিল্লি আদালত রায় দিয়ে দিয়েছে। এবারে আর কোনও নাটক নয়, আগামী ৩ মার্চ নির্ভয়া ধর্ষণ ও খুনের চার আসামীর ফাঁসি হবে। নির্ভয়ার মা আশাদেবী এখনও স্বস্তিতে নেই। না থাকার কারণ যথেষ্ট রয়েছে। কেননা নির্ভয়া চার আসামী একেবারে সীমাহীন চতুর। ফাঁসি রদ করতে যতরকম প্রচেষ্টা নেওয়া যায়, তার কোনওটাই বাদ রাখেনি। এদিকে এক সপ্তাহের আইনি সহায়তা নেওয়ার সময়সীমাও কেটে গিয়েছে। তবুও হাল ছাড়ার পাত্র নয় আসামী বিনয় কুমার শর্মা (binay Sharma)। প্রথমে জেলের দেওয়ালে মাথা ঠুকে কপাল ফাটিয়ে ফেলল। তবে সে আঘাত গুরুতর নয়। তাতে কি, নতুন ফন্দি তো এঁটে ফেলা গেল। বিনয় কুমার শর্মার আইনজীবী জানালেন মানসিক সমস্যায় ভুগছে মক্কেল। তার চিকিৎসা প্রয়োজন।
নতুন দিল্লি, ২১ ফেব্রুয়ারি: দিল্লি আদালত রায় দিয়ে দিয়েছে। এবারে আর কোনও নাটক নয়, আগামী ৩ মার্চ নির্ভয়া ধর্ষণ ও খুনের চার আসামীর ফাঁসি হবে। নির্ভয়ার মা আশাদেবী এখনও স্বস্তিতে নেই। না থাকার কারণ যথেষ্ট রয়েছে। কেননা নির্ভয়া চার আসামী একেবারে সীমাহীন চতুর। ফাঁসি রদ করতে যতরকম প্রচেষ্টা নেওয়া যায়, তার কোনওটাই বাদ রাখেনি। এদিকে এক সপ্তাহের আইনি সহায়তা নেওয়ার সময়সীমাও কেটে গিয়েছে। তবুও হাল ছাড়ার পাত্র নয় আসামী বিনয় কুমার শর্মা (binay Sharma)। প্রথমে জেলের দেওয়ালে মাথা ঠুকে কপাল ফাটিয়ে ফেলল। তবে সে আঘাত গুরুতর নয়। তাতে কি, নতুন ফন্দি তো এঁটে ফেলা গেল। বিনয় কুমার শর্মার আইনজীবী জানালেন মানসিক সমস্যায় ভুগছে মক্কেল। তার চিকিৎসা প্রয়োজন।
বুধবার কপাল ঠোকার খবর জানা গেল। বৃহস্পতিবার পাগলের ডাক্তার খোঁজা শুরু হল। শুক্রবার নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে কমিশনের দ্বারস্থ হল বিনয় শর্মা। তার আইজীবী এপি সিংয়ের দাবি দিল্লিতে যখন নির্বাচনী প্রক্রিয়া চলছে তখনই নাকি প্রাণভিক্ষার আবেদন করে মক্কেল। আর উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সেই আবেদন খারিজও করে দেন। এপি সিংয়ের দাবি হল, ঘটনার সময় রাজধানীতে নির্বাচনী বিধি চালু ছিল। সেই পরিস্থিতিতে কীকরে প্রাণভিক্ষার আর্জি খারিজ করলেন সিসোদিয়া? তাঁর তো তখন সেই অধিকার ছিলই না। দিল্লি সরকার এই প্রাণভিক্ষার আবেদন পাঠায় লেফটেন্যান্ট গর্ভনরের কাছে, সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সেটি যায় রাষ্ট্রপতির কাছে। এদিকে প্রাণভিক্ষার সেই আবেদনে সিসোদিয়ার নির্দেশে কোনও ডিজিটাল সইও ছিল না। আরও পড়ুন-Haryana CM Dushyant Chautala On Liquor Shops: বিয়ারের দাম কমছে, রাত তিনটেতেও খোলা থাকবে মদের দোকান, কোথায় জানেন?
তাহলে কী দাঁড়ালো? বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জি খারিজ করে নির্বাচনী বিধি ভেঙেছেন মণীশ সিসোদিয়া। এই যুক্তি আদৌ ধোপে টিকবে কি না জানা নেই। তবে এখন এটিকে সম্বল করে ফের হালে পাণি পাওয়ার চেষ্ট করছেন বিনয় শর্মার আইনজীবী এপি সিং। বিষয়টি নিয়ে এখনও দিল্লির আপ সরকারের তরফে বা নির্বাচন কমিশনের তরফে কোনও মন্তব্য করা হয়নি। কিন্তু বেঁচে থাকার জন্য নির্ভয়ার চার ধর্ষক খুনির এই চতুর কীর্তিকলাপে বেজায় চটেছে দেশবাসী।