IPL Auction 2025 Live

Nirbhaya Case: তিহার জেলে হাজির ফাঁসুড়ে পবন জল্লাদ, কাল হবে ফাঁসির মহড়া

নির্ভয়া মামলায় (Nirbhaya case) চার আসামির ফাঁসি কার্যকর হওয়ার দু'দিন আগেই তিহার জেলে (Tihar Jail) হাজির হয়ে গেলেন ফাঁসুড়ে পবন জল্লাদ (Pawan Jallad)। বৃহস্পতিবার দিল্লির তিহার জেল প্রশাসন জানিয়েছে যে, আগামীকাল পবন ফাঁসির জন্য দড়ি ও অন্য জিনিসপত্র পরীক্ষা করবেন। এছাড়া তিনি ফাঁসির মহড়াও করবেন। মেরঠের বাসিন্দা পবন জল্লাদ নির্ভয়াকাণ্ডে ৪ আসামির ফাঁসি দেবে। ৩০ ফেব্রুয়ারি তাঁর সঙ্গে যোগাযোগ করে তিহার জেল কর্তৃপক্ষ।

ফাঁসুড়ে পবন জল্লাদ (Photo: IANS)

নতুন দিল্লি, ৩০ জানুয়ারি: নির্ভয়া মামলায় (Nirbhaya case) চার আসামির ফাঁসি কার্যকর হওয়ার দু'দিন আগেই তিহার জেলে (Tihar Jail) হাজির হয়ে গেলেন ফাঁসুড়ে পবন জল্লাদ (Pawan Jallad)। বৃহস্পতিবার দিল্লির তিহার জেল প্রশাসন জানিয়েছে যে, আগামীকাল পবন ফাঁসির জন্য দড়ি ও অন্য জিনিসপত্র পরীক্ষা করবেন। এছাড়া তিনি ফাঁসির মহড়াও করবেন। মেরঠের বাসিন্দা পবন জল্লাদ নির্ভয়াকাণ্ডে ৪ আসামির ফাঁসি দেবে। ৩০ ফেব্রুয়ারি তাঁর সঙ্গে যোগাযোগ করে তিহার জেল কর্তৃপক্ষ।

আগামী ১ ফেব্রুয়ারি সকাল ৬টায় নির্ভয়াকাণ্ডে ৪ সাজাপ্রাপ্তের ফাঁসি কার্যকর করার নির্দেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। যদিও ওইদিন ফাঁসি হবে কি না তা নিয়ে প্রশ্ন থাকছে। কারণ বুধবার দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছে। তাই ১ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সম্ভাবনা নেই এবং আরেক সাজাপ্রাপ্ত সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করেছিল যদিও সেই পিটিশন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। আরও পড়ুন: Nirbhaya Case: নির্ভয়াকাণ্ডের আসামি অক্ষয় কুমারের কিউরেটিভ পিটিশন খারিজ সুপ্রিম কোর্টের

জানুয়ারিতে ফাঁসুড়ে পবন জল্লাদ বলেছিলেন যে তিনি এই কাজের জন্য প্রস্তুত। যা সমাজে একটি কঠোর বার্তা দেবে। তিনি বলেন, "এই নৃশংস ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল তাদের অবশ্যই ফাঁসি দেওয়া উচিত, যা সমাজে একটি কঠোর বার্তা দেবে।" তিনি বলেন, দোষীদের ফাঁসি আমার, নির্ভয়ার বাবা-মা এবং অন্য সকলের জন্য দুর্দান্ত স্বস্তি নিয়ে আসবে।