Tamil Nadu: ধর্ষণ রুখতে অভিযুক্তকে ছুরিতে ফালা ফালা করে থানায় তরুণী

ধর্ষণের চেষ্টা করায় বছর ২৪-এর অভিযুক্তকে ছুরিতে ফালা ফালা করে দিলেন উনিশের তরুণী। ২ জানুয়ারি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুভাল্লুর জেলার শোলাভারাম এলাকায়। মৃত অভিযুক্তের পরিচয় জানা গিয়েছে। তার নাম এস অজি তকুমার। তরুণীর কাকিমার ছেলে সে। আইনি পথে সমস্যার সমাধান খুঁজছে পুলিশ। তরুণীকে সাজা থেকে বাঁচাতে তাঁর কৃতকর্মকে আত্মরক্ষা হিসেবে দেখানোর প্রচেষ্টা শুরু হয়েছে। জানা গিয়েছে, ওই তরুণী শনিবার সন্ধ্যায় এক ঝোঁপঝারের মধ্যে অন্ধকারাচ্ছন্ন এলাকায় শৌচকর্ম করতে যান।

Representational Image | (Photo Credits: Stux/Pixabay) .. Read more at: https://www.latestly.com/india/news/punjab-shocker-woman-stabs-6-year-old-son-to-death-for-wanting-to-spend-more-time-with-grandparents-attempts-suicide-1813366.html

তিরুভাল্লুর, ৪ জানুয়ারি: ধর্ষণের চেষ্টা করায় বছর ২৪-এর অভিযুক্তকে ছুরিতে ফালা ফালা করে দিলেন উনিশের তরুণী। ২ জানুয়ারি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুভাল্লুর জেলার শোলাভারাম এলাকায়। মৃত অভিযুক্তের পরিচয় জানা গিয়েছে। তার নাম এস অজি তকুমার। তরুণীর কাকিমার ছেলে সে। আইনি পথে সমস্যার সমাধান খুঁজছে পুলিশ। তরুণীকে সাজা থেকে বাঁচাতে তাঁর কৃতকর্মকে আত্মরক্ষা হিসেবে দেখানোর প্রচেষ্টা শুরু হয়েছে। জানা গিয়েছে, ওই তরুণী শনিবার সন্ধ্যায় এক ঝোঁপঝারের মধ্যে অন্ধকারাচ্ছন্ন এলাকায় শৌচকর্ম করতে যান। তিনি পুলিশের জেরায় বলেন, অভিযুক্ত অজিতকুমার তাঁকে অনুসরণ করছিল। অভিযোগ, আচমকাই তরুণী গলায় ছুরি ধরে তাঁকে ধর্ষণের হুমকি দেয় অভিযুক্ত।

বাঁচার জন্য অনুনয় বিনয় শুরু করেন ওই তরুণী। ততক্ষণে পোশাক খুলতে শুরু করেছে অভিযুক্ত। এর মধ্যে অজিত কুমারের মুখ থেকে মদের গন্ধ পেতেই তরুণী তাকে ধাক্কা দিতেই পিছনের দিকের একটা গাছে ধাক্কা খেয়ে পড়ে মদ্যপ অভিযুক্ত। হাতে থাকা ছুরি মাটিতে পড়ে যায়। এরপর নিজেকে বাঁচাতে বারবার সেই ছুরি তুলে নিয়ে অভিযুক্তের গলাতে এলোপাথাড়ি চালাতে শুরু করেন তরুণী। এরপর শোলাভারম থানায় এসে নিজেই আত্মসমর্পণ করেন। যেহেতু এই খুনের নেপথ্যে অন্য কোনও কারণ খুঁজে পাওয়া যায়নি, তাই এটিকে আত্মরক্ষ হিসেবে দেখাতে চাইছেপুলিশ। এমনই রিপোর্ট শোলাভারম থানার তরফে আদালতে পেশ করা হবে। আরও পড়ুন-PM Narendra Modi: ভারতে শুরু করোনার বিরুদ্ধে বিশ্বের বৃহত্তম টিকাকরণ প্রক্রিয়া, নরেন্দ্র মোদি

মৃত অজিত কুমারের দুই সন্তান। পারিবারিক গোলোযোগের কারণে স্ত্রীর সঙ্গে তার কোনও সম্পর্ক ছিল না। মদ্যপ অজিত কুমার অনেকদিন ধরেই বেকার। এমনকী একটা চুরির কেসে পুলিশের খাতায় নাম রয়েছে। পুলিশ জানিয়েছে, সহজে শিকার ধরতে নিজের কাছে ছুরি রাখত অজিত।



@endif