West Bengal Weather Update: চৈত্রেই খরতাপে জ্বলছে রাজ্য, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস

চৈত্রের দাবদাহে (heat Wave) অস্থির বঙ্গবাসী। রাজস্থানের মতো মহাদেশীয় গরমে জেরবার রাজ্য।

Summer (Photo Credits: Pixabay)

কলকাতা, ২৯ মার্চ:  চৈত্রের দাবদাহে (heat Wave) অস্থির বঙ্গবাসী। রাজস্থানের মতো মহাদেশীয় গরমে জেরবার রাজ্য। মেদিনীপুর ও বারাকপুরের সর্বোচ্চ তাপমাত্রা সোমবার একই গিয়েছে। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, “সিকিম থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। ফলে এ সপ্তাহে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদের দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।” কিন্তু এই বৃষ্টি যে দাবদাহের খরতাপকে কমাতে পারবে  তেমন আশা না করাই ভালো।

অন্যদিকে চলতি সপ্তাহের শুক্রবার থেকেই রাজ্যের পশ্চিমাংশের জেলাগুলিতে তাপপ্রবাহ শুরু হতে পারে। ৪০ ডিগ্রির উপরে তাপমাত্রা পৌঁছলেই এ রাজ্যে তাকে তাপপ্রবাহ ধরে নেওয়া হবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে তাপপ্রবাহ শুরু হতে চলেছে। তার আগে সোমবার  বাঁকুড়ার তাপমাত্রা (৩৯.৮) প্রায় ৪০ ডিগ্রির কোঠা ছুঁয়েছে। পিছনেই পানাগড় (৩৮.৮), মেদিনীপুর (৩৮), পুরুলিয়া (৩৭.৩), শ্রীনিকেতন (৩৭.২)। মেদিনীপুরকে ছুঁয়েছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর (৩৮)। পিছিয়ে নেই দমদম (৩৭.৬) বা সল্টলেক (৩৭.৫)। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি। শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি, জলপাইগুড়িতে ২৯.৫।