Yogi On Kejriwal: দিল্লি থেকে আসা আপ-এর 'নমুনা' সন্ত্রাসবাদের আসল সমর্থক, কেজরিওয়ালকে আক্রমণ যোগীর
আপের পাশাপাশি শনিবারের জনসভা থেকে কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে তোপ দাগেন যোগী আদিত্যনাথ। বলেন, "গুজরাটের ভোটে পরাজয় হবে বুঝতে পেরেই এই রাজ্যে কোনও প্রচার করছে না ভাই-বোন।"
গির সোমনাথ: গুজরাটে বিধানসভা ভোটের (Gujarat Elections 2022) প্রচারে (campaign) গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi Chief Minister) ও আম আদমি পার্টির (Aam Aadmi Party) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Uttar Pradesh Chief Minister) যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
শনিবার গুজরাটের গির সোমনাথের (Gir Somnath) আমরেলি (Amreli) এলাকায় আয়োজিত একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেজরিওয়ালকে চরম কটাক্ষ করেন যোগী আদিত্যনাথ (Yogi On Kejriwal)। ২০১৬ সালে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) পাকিস্তানে (Pakistan) করা সার্জিকাল স্ট্রাইকের (surgical strike) প্রমাণ চাওয়ার জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর তীব্র নিন্দা করেন। বলেন, "দিল্লি থেকে আসা আম আদমি পার্টির নমুনা (Namoona) সন্ত্রাসবাদের (terrorism) আসল সমর্থক (true supporter)। উনি অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের (Ram Temple) বিরোধিতা করেন। পাকিস্তানের ভেতরে হওয়া সার্জিকাল স্ট্রাইকের প্রমাণ চান সৈনিকদের কাছ থেকে। বীর সৈনিকদের (brave soldiers) কাছ থেকে এভাবে প্রমাণ চাওয়া কি উচিত?" আরও পড়ুন: Mann ki Baat: এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে ভারত, বলছেন মোদি
বিজেপি ক্ষমতায় আসার পর থেকে গুজরাটের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রচুর পরিবর্তন হয়েছে বলেও এদিনের জনসভা থেকে দাবি করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির তারকা প্রচারক। এপ্রসঙ্গে যোগী বলেন, "গুজরাট আজ কার্ফু, দাঙ্গা, সন্ত্রাসবাদ ও নকশালদের থেকে মুক্ত হয়েছে। আগে এখানে প্রতিদিন সন্ত্রাস ও দাঙ্গার ঘটনা প্রতিদিনই ঘটত। কিন্তু যখন নরেন্দ্র মোদি (Narendra Modi) গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন গুরজরাটে দাঙ্গা ও কার্ফু বন্ধ করেন আর দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের বুকে কোনও সন্ত্রাসবাদী হামলার কাছে মাথা ঝোঁকাননি।"
আপের পাশাপাশি শনিবারের জনসভা থেকে কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে তোপ দাগেন যোগী আদিত্যনাথ। বলেন, "গুজরাটের ভোটে পরাজয় হবে বুঝতে পেরেই এই রাজ্যে কোনও প্রচার করছে না ভাই-বোন।"
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)