IPL Auction 2025 Live

UP Shocker: মেথি ভেবে রান্না হল গাঁজার সবজি, তাই খেয়ে হাসপাতালে গোটা পরিবার

প্রতিবেশী মজা করে গাঁজার (ganja sabzi) প্যাকেট হাতে দিয়ে বলেছিলেন মেথি আছে। বাড়িতে গিয়ে রান্না করে খেতে পারো। সেই গাঁজার সবজি খেয়েই এখন হাসপাতালে ভর্তি একই পরিবারের ছয় সদস্য। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজ জেলার মিয়াগঞ্জ গ্রামে। জানা গিয়েছে, ওই প্রতিবেশীর নাম নবল কিশোর। তিনি প্রতিবেশী যুবক নীতেশকে গাঁজার প্যাকেট দেন। বলেন, এতে মেথি আছে। নীতেশ আবার বাড়িতে এসে বউদিকে সেই প্যাকেটটি দিয়ে জানান মেথি রান্না করতে পারো। মেথি ভেবে রীতিমতো আলো পেঁয়াজ দিয়ে কষিয়ে রান্না হল গাঁজা। গোটা পরিবার একসঙ্গে খেতেও বসল, খেতে খেতেই তাঁরা এক এক করে অসুস্থ হয়ে পড়েন।

গাঁজা (Photo Credits: unsplash.com)

লখনউ, ১ জুলাই: প্রতিবেশী মজা করে গাঁজার (ganja sabzi) প্যাকেট হাতে দিয়ে বলেছিলেন মেথি আছে। বাড়িতে গিয়ে রান্না করে খেতে পারো। সেই গাঁজার সবজি খেয়েই এখন হাসপাতালে ভর্তি একই পরিবারের ছয় সদস্য। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজ জেলার মিয়াগঞ্জ গ্রামে। জানা গিয়েছে, ওই প্রতিবেশীর নাম নবল কিশোর। তিনি প্রতিবেশী যুবক নীতেশকে গাঁজার প্যাকেট দেন। বলেন, এতে মেথি আছে। নীতেশ আবার বাড়িতে এসে বউদিকে সেই প্যাকেটটি দিয়ে জানান মেথি রান্না করতে পারো। মেথি ভেবে রীতিমতো আলো পেঁয়াজ দিয়ে কষিয়ে রান্না হল গাঁজা। গোটা পরিবার একসঙ্গে খেতেও বসল, খেতে খেতেই তাঁরা এক এক করে অসুস্থ হয়ে পড়েন। আরও পড়ুন- MP Nusrat jahan On TikTok Ban: টিকটক নিষিদ্ধ হওয়ায় খুশি মিমি, ১৪ লক্ষ ভিউয়ার্সকে হারিয়ে কী বললেন নুসরত?

ধীরে ধীরে তাঁদের প্রত্যেকের শারীরিক অবস্থা সংকটজনক হতে শুরু করে। প্রতিবেশীর গোঙানির শব্দ শুনে ছুটে এসে দেখেন অনেকেই অচেতন হয়ে পড়েছেন। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। কী কারণে খেতে বসে একটা গোটা পরিবারের প্রত্যেকে অসুস্ত হয়ে পড়লেন, তা জানতে তদন্তে আসে পুলিশ। রান্নাঘরে তখনও কড়াইতে রয়েছে সবজি। পাশেই পড়ে গাঁজার প্যাকেট। গোটা ঘটনাটি বুঝতে অসুবিদা হয়নি। ইতিমধ্যেই গাঁজার প্যাকেট দেওয়া প্রতিবেশী নবল কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারির পর ধৃত নবল জানায়, মজা করতে করতেই গাঁজার প্যাকেটটা নীতেশকে দিয়েছিল সে। তবে সত্যি সত্যি মেথি ভেবে সেটা য়ে নীতেসের পরিবারের লোকজন রান্না করে খাবেন, এটা বুঝতে পারেনি ধৃত। তাতেই যত বিপত্তি।