Ukraine-Russia War: রাশিয়ায় হামলা চালাতে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা, বিস্ফোরক দাবি রুশ গোয়েন্দার
ওই রুশ গোয়েন্দা বলেন, রাশিয়ায় হামলা চালাতে ৬০টির মত জঙ্গি গোষ্ঠীকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনা। যাদের মধ্যে আইসিস থেকে শুরু করে আল কায়দার মত একাধিক আন্তর্জাতিক জঙ্গি রয়েছে।
মস্কো, ১৩ ফেব্রুয়ারি: ইউক্রেন-রাশিয়া (Ukraine-Russia War) যুদ্ধের মাঝে এবার বিস্ফোরক দাবি করল রুশ গোয়েন্দা বিভাগ। রাশিয়ায় হামলা চালাতে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা (America) । এমনই দাবি করলেন রাশিয়ার এক গোয়েন্দা। তিনি বলেন, রাশিয়ায় হামলা চালাতে ৬০টির মত জঙ্গি গোষ্ঠীকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনা। যাদের মধ্যে আইসিস থেকে শুরু করে আল কায়দার মত একাধিক আন্তর্জাতিক জঙ্গি রয়েছে। রয়টার্সের খবর অনুযায়ী, সিরিয়াতে (Syria) আমেরিকার যে সেনা ক্যাম্প রয়েছে, সেখানেই জঙ্গিদের প্রশিক্ষণের কাজ শুরু করেছে আমেরিকা।
আরও পড়ুন: Putin's Alleged Ex-Lover: পুতিনের কথিত প্রাক্তন প্রেমিকার উপর নিষেধাজ্ঞা আরোপ ব্রিটেনের
সিরিয়া থেকে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েই, তাদের নিয়ে রাশিয়ার উপর মার্কিন সেনা হামলা চালাবে বলে দাবি করা হয় রুশ গোয়েন্দার তরফে। রুশ গোয়েন্দার ওই দাবির পর তা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে। যদিও রাশিয়ার ওই বিস্ফোরক দাবি নিয়ে আমেরিকার তরফে এখনও পালটা কোনও মন্তব্য করা হয়নি।