Telangana Shocker: মূক-বধির তরুণীকে বারংবার ধর্ষণ, আয়নায় তোলা হল ভিডিও

মূক ও বধির তরুণীকে (hearing and speech impaired woman) ধর্ষণ করে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়া হল নেট মাধ্যমে ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের ওয়ারাঙ্গালের মিলস কলোনি এলাকায়৷

ছবি সংগৃহীত

হায়দরাবাদ, ১৫ জুন: মূক ও বধির তরুণীকে (hearing and speech impaired woman) ধর্ষণ করে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়া হল নেট মাধ্যমে ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের ওয়ারাঙ্গালের মিলস কলোনি এলাকায়৷ জানা গেছে, পরিবারের কেউ বাড়িতে না থাকর সুযোগ নেয় নির্যাতিতা তরুণীর এক আত্মীয়৷ প্রথম সে তরুণীকে ধর্ষণ করে৷ সঙ্গে নিয়ে এসেছিল বছর ১৫-র এক কিশোরকে৷ আয়নায় ধর্ষণ দৃশ্যের ভিডিও তোলে বছর ১৪-র আর এক কিশোর৷ পরের দিন একইভাবে নির্যাতিতার উপরে নারকীয় অত্যাচার চালায় ওই কিশোর৷ এরপর ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়৷ নিজের মোবাইল থেকে বহু লোককে সেই অশ্লীল ভিডিও দেখায় ধর্ষক কিশোর৷ ভিডিওটি শেয়ার হয়ে চলে আসে নির্যাতিতার বোনের কাছেও৷ আরও পড়ুন-Monsoon In West Bengal: ভোর থেকেই বৃষ্টি, দিনভর ভিজবে রাজ্য

তিনি ভিডিওটি দেখে চমকে ওঠেন৷ পরিবারের বাকিদের বিষয়টি জানান৷ তারপর মিলস কলোনি থানায় অভিয়োগ দায়ের হয়৷ তদন্তে নেমে দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ৷   ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা রুজু৷ নাবালককে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে৷ অশ্লীল ভিডিও তোলা ও ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু হয়েছে৷