Uttar Pradesh: অশোকচক্রের ২৪টি স্পোকের জায়গায় ৮টি দৃশ্যমান, জাতীয় পতাকার অবমাননা করে শ্রীঘরে ২ যুবক
জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগ (Insulting National Flag) দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হল শামসের ও ওয়ারিক আলি। অভিযোগ, ২৪টি স্পোকের বদলে অশোকচক্রতে ৮টি স্পোক দেওয়ার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। অভিযোগ, গ্রামে হাতে চালানো পাম্প বসিয়ে তার পাশে কংক্রিটের প্ল্যাটফর্ম করেছে শামসের ও ওয়ারিক। সেই প্ল্যাটফর্মের উপরে তেরঙ্গা পতাকা ও কুয়েতি পতাকার ছবি আঁকা হয়েছে। মাঝে আর্বি ভাষায় কিছু লেখাও হয়েছে। ভারতে কেন তেরঙ্গার পাশে কেন কুয়েতি পতাকার ছবি আঁকা হল, তানিয়েই উঠেছে প্রশ্ন।
আলিগড়, ১৫ সেপ্টেম্বর: জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগ (Insulting National Flag) দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হল শামসের ও ওয়ারিক আলি। অভিযোগ, ২৪টি স্পোকের বদলে অশোকচক্রতে ৮টি স্পোক দেওয়ার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। অভিযোগ, গ্রামে হাতে চালানো পাম্প বসিয়ে তার পাশে কংক্রিটের প্ল্যাটফর্ম করেছে শামসের ও ওয়ারিক। সেই প্ল্যাটফর্মের উপরে তেরঙ্গা পতাকা ও কুয়েতি পতাকার ছবি আঁকা হয়েছে। মাঝে আর্বি ভাষায় কিছু লেখাও হয়েছে। ভারতে কেন তেরঙ্গার পাশে কেন কুয়েতি পতাকার ছবি আঁকা হল, তানিয়েই উঠেছে প্রশ্ন। এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় আক্রাবাদ থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়ক রবীন্দ্র পাল। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ের দুভিয়া গ্রামে। আরও পড়ুন-COVID-19 Vaccine: আগামী নভেম্বর-ডিসেম্বরেই মানুষের নাগালে কোভিড-১৯ ভ্যাকসিন, জানালো চিন
পুলিশ জানিয়েছে ধৃত শামসের ও ওয়ারিক আলির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২ ধারায় জাতীয় সম্মান অবমাননা রোধক আইন ১৯৭১-এর আওতায় মামলা রুজু হয়েছে। একই সঙ্গে বারতীয় দণ্ডবিধির ২৭০ ধারায় মামলা রুজু হয়েছে। এফআইআর থেকে জানা গিয়েছে, ওই গ্রামে সাদারণ মানুষের জন্য বেশ কয়েকটি হাতে চালানো পাম্প বসিয়েছে দুই ধৃত। সেই পাম্পগুলির একটির গোড়ায় প্ল্যাটফর্ম বানিয়ে তার গায়ে তেরঙ্গার সঙ্গে কুয়েতি পতাকার ছবি আঁকা হয়েছে। মাঝে আর্বি ভাষায় কিছু লেখাও হয়েছে। বলা বাহুল্য, প্ল্যাটফর্মটি দেখতে অনেকটা সমাধির মতো। কী কারণে শামসের ও ওয়ারিক এই কাজ করেছে তা বুঝতে পারেননি বিজেপি বিধায়ক রবীন্দ্র পাল। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তব বিধায়কের অভিযোগ, হ্যান্ড পাম্পগুলির গভীরতা ৬০ ফুটের বেশি না হওয়ায় এর জল পান করা বেশ বিপজ্জনক। পুলিশ জানিয়েছে, আরবি ভাষায় লেখাটির হিন্দি অনুবাদ যতক্ষণ না জানা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ধৃতদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ স্থগিত রয়েছে।