Bhopal Police: সংক্রমণ রুখতে ট্রাফিক আইন অমান্যকারীদের থেকে স্যানিটাইজড নোট নিচ্ছে পুলিশ, কোথায় জানেন?

লকডাউনের মধ্যে যাঁরা ট্রাফিক আইন মানছেন না, কর্তব্যরত পুলিশকর্মীকে আইন ভাঙার শাস্তি স্বরূপ জরিমানা দিতে হচ্ছে তাঁদের। তবে জরিমানার টাকা স্যানিটাইজ করার পর পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। কোভিড-১৯ রুখতে এমন ঘটনা ভোপালে (Bhopal police) ঘটছে অহরহ। সংবাদ সংস্থা এএনআই-কে এ বিষয়ে ভোপালের পুলিশ সুপার শৈলেন্দ্র সিং বলেন, কোভিড-১৯ এর সংক্রমণ রুখতে পুলিশ কর্মীরা সবরকম সাবধানতা অবলম্বন করছেন। দেখা যাচ্ছে এখানকার আইন ভঙ্গকারীরা জরিমানার টাকায় ঘষে ঘষে স্যানিটাইজার লাগানোর পর কর্তব্যরত পুলিশকর্মীর হাতে তুলে দিচ্ছেন। শুধু টাকাই নয়, সই করার জন্য যে কলম এক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, তা-ও বার বার স্যানিটাইজ করা হচ্ছে।

আইন অমান্যকারীরা টাকা স্যানিটাইজ করে পুলিশকে দিচ্ছে (Photo Credits: ANI)

ভোপাল, ১১ মে: লকডাউনের মধ্যে যাঁরা ট্রাফিক আইন মানছেন না, কর্তব্যরত পুলিশকর্মীকে আইন ভাঙার শাস্তি স্বরূপ জরিমানা দিতে হচ্ছে তাঁদের। তবে জরিমানার টাকা স্যানিটাইজ করার পর পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। কোভিড-১৯ রুখতে এমন ঘটনা ভোপালে (Bhopal police) ঘটছে অহরহ। সংবাদ সংস্থা এএনআই-কে এ বিষয়ে ভোপালের পুলিশ সুপার শৈলেন্দ্র সিং বলেন, কোভিড-১৯ এর সংক্রমণ রুখতে পুলিশ কর্মীরা সবরকম সাবধানতা অবলম্বন করছেন। দেখা যাচ্ছে এখানকার আইন ভঙ্গকারীরা জরিমানার টাকায় ঘষে ঘষে স্যানিটাইজার লাগানোর পর কর্তব্যরত পুলিশকর্মীর হাতে তুলে দিচ্ছেন। শুধু টাকাই নয়, সই করার জন্য যে কলম এক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, তা-ও বার বার স্যানিটাইজ করা হচ্ছে।

ভোপালের এএসআই তিওয়ারি বলেন, “যাঁরা অসুস্থ বা হাসপাতালে যাচ্ছেন, তাঁদের জন্য ছাড় আছে। তবে যাঁরা আইন ভাঙছেন, তাঁদের অপরাধের পরিধি বিচার করে ছয় থেকে সাত রকমের চালানের বন্দোবস্ত করেছি।” স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে মধ্যপ্রদেশে মোট কোভিড-১৯ আক্রান্ত ৩ হাজার ৬১৪ জন। রবিবার দিনভর নতুন করোনা আক্রান্তের সংখ্যায় (India's COVID-19 tally) রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২১৩ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা পজিটিভ ৬৭ হাজার ১৫২। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দেশে করোনায় মোট মৃত ২ হাজার ২০৬। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন ৪৪ হাজার ২৯ জন। ২০ হাজার ৯১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও পড়ুন- PM Narendra Modi: তৃতীয় দফার লকডাউন শেষে কী করে সচল হবে অর্থনীতি? সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদি

বিদ্যুৎ মন্ত্রকের কর্মীর শরীরে কোভিড-১৯ পজিটিভ। সংক্রমণ এড়াতে সোমবার দিল্লির শ্রম শক্তি ভবন (Shram Shakti Bhawan) বন্ধ করে দেওয়া হল। এই ভবনেই রয়েচে বিদ্যুৎ মন্ত্রকের অফিস। সংস্থার তরফে জানানো হয়েছে, সুরক্ষার কারণেই বন্ধ শ্রম শক্তি ভবন। ভবনের কর্মীরা আপাতত বাড়িতে থেকে কাজ করবেন। যতক্ষণ না পরবর্তী কোনও বিজ্ঞপ্তি জারি হচ্ছে। গত সপ্তাহে এভাবেই দিল্লির শাস্ত্রী ভবন বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার আইন বিভাগের এক কর্তা কোভিড-১৯ পজিটিভ হওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১ তারিখে তাঁর লালরসের রিপোর্ট আসে। এর আগে গত ২৩ এপ্রিল তিনি শাস্ত্রী ভবন পরিদর্শনে এসেছিলেন।

 



@endif