Abhishek Banerjee Attack BJP: 'প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি', পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে অভিযোগ অভিষেকের

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই হিংসা ছড়িয়ে পশ্চিমবঙ্গে। মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যজুড়ে হিংসার পরিবেশ তৈরি হওয়ার জন্য শাসকদল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করছে বিরোধীরা।

Photo Credits: ANI

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat poll 2023) দিনক্ষণ ঘোষণার পর থেকেই হিংসা ছড়িয়ে পশ্চিমবঙ্গে (West Bengal)। মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যজুড়ে হিংসার পরিবেশ তৈরি হওয়ার জন্য শাসকদল তৃণমূল কংগ্রেসকেই (TMC) দায়ী করছে বিরোধীরা। এই পরিস্থিতিতে পঞ্চায়েতে হিংসার জন্য সোজাসুজি বিজেপিকে (BJP) দায়ী করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee)।

বৃহস্পতিবার এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বলেন, "২০২১ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে (West Bengal) জিততে (win) পারেনি বিজেপি। তাই তারা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। ওরা প্রতিহিংসার রাজনীতি করছে। আমরা অনুভব করেছি ও দেখেছি যে বিজেপির ঘৃণার রাজনীতির ফলে এই রাজ্যের মানুষের উপর কতটা প্রভাব পড়েছে। বিজেপি লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে, মানুষের সঙ্গে নয়। তাসত্ত্বেও ওরা ক্ষোভ থেকে আমাদের জনগণের টাকা আটকে রেখেছে। ইডি ও সিবিআই-এর কাছে এমন অনেক মামলা রয়েছে। আমি তাদের বলেছি ওরা যেন আমাদের ১০০ দিনের কাজের টাকা দিয়ে দেয় এবং এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করে। কিন্তু, তারা এই মুহূর্তের কথা বলছে। আমি চাই রাজতন্ত্রের রাজনীতি অবসানের জন্য বিজেপি বিল আনুক। তাহলে আমিই প্রথম ওই বিলকে সমর্থন করব।" আরও পড়ুন: Rujira Banerjee: বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার জের, ইডি-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকপত্নী রুজিরা