Rishikesh: ঋষিকেশের গঙ্গায় সাঁতার কাটতে নেমে তলিয়ে গেলেন ৩ বন্ধু
ভরা বর্ষায় গঙ্গায় (Ganga) সাঁতার কাটতে নেমে স্রোতে ভেসে গেলেন তিন বন্ধু৷ এঁরা হলেন অপূর্ব কেলকার, মধুষি খুরসাঙ্গে ও মালরয় দান্তে৷ চলতি মাসের শুরুতেই তাঁরা মুম্বই থেকে ঋষিকেশে বেড়াতে এসেছিলেন৷
দেরাদুন, ৫ আগস্ট: ভরা বর্ষায় গঙ্গায় (Ganga) সাঁতার কাটতে নেমে স্রোতে ভেসে গেলেন তিন বন্ধু৷ এঁরা হলেন অপূর্ব কেলকার, মধুষি খুরসাঙ্গে ও মালরয় দান্তে৷ চলতি মাসের শুরুতেই তাঁরা মুম্বই থেকে ঋষিকেশে বেড়াতে এসেছিলেন৷ গতকাল সকালে গঙ্গায় সাঁতার কাটতে নেমেই দুর্ঘটনাটি ঘটে৷ এই প্রসঙ্গে মুন-কি-রেতি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তা কমল মোহন সিং ভাণ্ডারি সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, “রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, লোকাল থানার পুলিশ ও জল পুলিশ একযোগে গঙ্গায় ভেসে যাওয়া তিনজনের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে৷ নিখোঁজ তিনজন পর্যটকের সঙ্গে মুম্বইথেকে আরও দু’জন এসেছিলেন৷ এঁরা হলেন, করণ মিশ্র ও নিশা গোস্বামী৷ এই দুজনে পুলিশকে দুর্ঘটনার খবর জানান৷ এঁরাই নিখোঁজ তিনজনের বাড়ির ঠিকানা ও পরিবারের সদস্যদের যোগাযোগের ব্যবস্থা৷ পুলিশের তরফে সেখানে খবর পাঠানো হয়েছে৷” আরও পড়ুন-Tokyo Olympics 2020: পদক জয়ী ভারতের পুরুষ হকি দলের কোচ ও অধিনায়ককে কে ফোন করলেন? দেখুন ভিডিও
গত মাসেও গঙ্গায় ডুব দিতে নেমে এমনই তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল ঋষিকেশে৷ উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর থেকে গতমাসে তিনজন উত্তরাখণ্ডের ঋষিকেশে বেড়াতে এসেছিলেন৷ এই তিনজনই হরিদ্বারের গঙ্গায় ডুব দিতে নেমে তলিয়ে যান৷ এরা হলেন দীপক শর্মা, রাজীব শর্মা ও আদিত্য দেব৷