Surat: মায়ের প্রেমিকের কাছে ধর্ষণ কিশোরী মেয়ে, চাইল্ডলাইন পরিষেবায় ফোন করে অভিযোগ দায়ের

অভিযুক্ত তার মাকে খুনের হুমকি দেওয়ায় ধর্ষণের কথা কাউক জানাতে পারেনি সে। বাধ্য হয়ে নিজের এক বন্ধুকে সমস্তটা খুলে বলে কিশোরী। এরপরে তারা দুজন চাইল্ডলাইন পরিষেবার সাহায্য নম্বর ১০৯৮-তে ফোন করে ধর্ষণের অভিযোগ জানায়।

প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

সুরাট, ১১ সেপ্টেম্বরঃ মায়ের প্রেমিকের যৌন নির্যাতনের শিকার ১৩ বছরের কিশোরী। ধর্ষণের বিষয়ে মুখ খুললে তার মাকে খুন করার হুমকি দিয়ে নির্যাতিতার মুখ দিনের পর দিন বন্ধ করে রেখেছিল অভিযুক্ত। শেষমেশ নিজের এক বন্ধুকে ধর্ষণের কথা জানায় সে। এরপর চাইল্ডলাইন পরিষেবায় (Childline Service) ফোন করে ধর্ষণের বিষয়ে অভিযোগ জানায় তারা। অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত হিমাংশু বাঘেলাকে।

পুলিশ সূত্রে খবর, গত অগাস্ট মাসে মা এবং তাঁর প্রেমিকের সঙ্গে সোমনাথ ভ্রমণে গিয়েছিল সে। প্রেমিকা আইসক্রিম কিনতে দোকানে যাওয়ায় হোটেলের ঘরে কিশোরী মেয়েকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ২৮ বছরের হিমাংশু। এরপর ২ সেপ্টেম্বর বাড়িতে প্রেমিকার অনুপস্থিতিতে নাবালিকা মেয়েকে ধর্ষণ করে অভিযুক্ত।

অভিযুক্ত তার মাকে প্রাণে মেরে ফেরার হুমকি দিয়ে মুখ বন্ধ করিয়ে রেখেছিল। ফলে ধর্ষণের কথা কাউক জানাতে পারেনি সে। বাধ্য হয়ে নিজের এক বন্ধুকে সমস্তটা খুলে বলে কিশোরী। এরপরে তারা দুজন চাইল্ডলাইন পরিষেবার সাহায্য নম্বর ১০৯৮-তে ফোন করে ধর্ষণের বিষয়ে অভিযোগ জানায়। গ্রেফতার হয় অভিযুক্ত।

জানা গিয়েছে, ২০১৪ সালে স্বামীহারা হন ওই মহিলা। মেয়েকে নিয়ে একাই থাকতেন তিনি। এরপর হিমাংশুর সঙ্গে পরিচয় হয় তাঁর। বছর ৩৭ এর মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় বেকার হিমাংশুর।