Mahant Nritya Gopal Das Health Update: শ্বাসকষ্টের সমস্যা, মেদান্ততে চিকিৎসাধীন রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান মহান্ত নৃত্যগোপাল দাস
গুরুতর অসুস্থ হয়ে অক্সিজেন সাপোর্টে রয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষত্র ট্রাস্টের (Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust) প্রধান মহান্ত নৃত্যগোপাল দাস (Mahant Nritya Gopal Das)৷ আচমকা অক্সিজেন কমে যাওয়ায় রবিবার সন্ধ্যায় মহান্তকে লখনউের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়৷
লখনউ, ৪ অক্টোবর: গুরুতর অসুস্থ হয়ে অক্সিজেন সাপোর্টে রয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষত্র ট্রাস্টের (Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust) প্রধান মহান্ত নৃত্যগোপাল দাস (Mahant Nritya Gopal Das)৷ আচমকা অক্সিজেন কমে যাওয়ায় রবিবার সন্ধ্যায় মহান্তকে লখনউের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়৷ এই প্রসঙ্গে মহান্তর সহযোগী কমল নয়ন দাস জানিয়েছেন, অসুস্থ নৃত্যগোপাল দাসকে প্রথমে ফৈজাবাদ জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকে যখন তাঁকে মেদান্ত হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে, তখন তিনি বলেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে৷ তবে শেষপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মহান্তর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল৷ আরও পড়ুন- Coronavirus Cases In India: ১০০ কোটি থেকে সামান্য দূরে টিকাকরণ পরিসংখ্যান, দেশে নিম্নমুখী করোনা সংক্রমণ
এই প্রসঙ্গে লখনউ মেদান্ত হাসপাতালের ডিরেক্টর অধ্যাপক রাকেশ কাপুর বলেন, “মহান্তকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে৷ ইউরোলজি ও ক্রিটিকাল কেয়ার বিভাগ তাঁর চিকিৎসা করছে৷ প্রস্রাবের সমস্যা ও শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাঁর৷ এই ঘটনাই বুঝিয়ে দেয় যে মহান্তর শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে সংক্রমণ ছড়িয়েছে৷ আমরা আরও পরীক্ষার ব্যবস্থা করেছি৷ বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল৷”
গতবছর সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়ে মাসের পর মাস এই মেদান্ত হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন ৮৩ বছরের নৃত্যগোপাল দাস৷ করোনার জেরে তাঁর ফুসফুসে রক্ত জমাট বেঁধে গিয়েছিল৷ পরে সুস্থ হয়ে মঠে ফিরে গিয়ে কঠোর কোভিড বিধিতে নিজেকে অভ্যস্ত করে তুলেছিলেন৷ এমনকী, মঠের বাইরে কোনও সমাবেশ যেমন যাননি৷ তেমনই ভক্তকুলকে দর্শনও দেননি৷