Sabarimala Chief Priest: আগামী ১ বছরের জন্য শবরীমালার প্রধান পুরোহিত নিযুক্ত হলেন ভি কে জয়রাজন পট্টি

আগামী ১৬ নভেম্বর থেকে কেরালার শবরীমালা মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পাচ্ছেন ভিকে জয়রাজন পট্টি (VK Jayarajan Potti)। আগামী এক বছরের জন্য ভগবান আইয়াপ্পার মন্দিরের মেলসান্থি তিনি। ১৬ নভেম্বর থেকে মণ্ডলের পুজোর মরশুম শুরু হচ্ছে তাই ওই দিনই দায়িত্বভার গ্রহণ করছেন ভিকে জয়রাজন পট্টি। একই সঙ্গে মল্লিকাপুরম দেবী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বে এলেন রাজি কুমার এমএন নাম্বুথিরি। ত্রাভাঙ্কোর দেবস্বাম বোর্ডের তরফে শবরীমালার প্রধান পুরোহিত নির্বাচনের জন্য ইন্টারভিউর আয়োজন কার হয়েছিল।

শবরীমালা (Photo Credits: Wikimedia Commons)

শবরীমালা, ১৭ অক্টোবর: আগামী ১৬ নভেম্বর থেকে কেরালার শবরীমালা মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পাচ্ছেন ভি কে জয়রাজন পট্টি (VK Jayarajan Potti)। আগামী এক বছরের জন্য ভগবান আইয়াপ্পার মন্দিরের মেলসান্থি তিনি। ১৬ নভেম্বর থেকে মণ্ডলের পুজোর মরশুম শুরু হচ্ছে তাই ওই দিনই দায়িত্বভার গ্রহণ করছেন ভি কে জয়রাজন পট্টি। একই সঙ্গে মল্লিকাপুরম দেবী  মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বে এলেন রাজি কুমার এমএন নাম্বুথিরি। ত্রাভাঙ্কোর দেবস্বাম বোর্ডের তরফে শবরীমালার প্রধান পুরোহিত নির্বাচনের জন্য ইন্টারভিউর আয়োজন কার হয়েছিল। সেই প্যানেল থেকে দীর্ঘ ঝাড়াই বাছাইয়ের পর প্রধান পুরোহিত নির্বাচন করা হল। আরও পড়ুন-US Presidential Elections 2020: জো বিডেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে আমি হয়তো দেশ ছাড়ব, বললেন ট্রাম্প

মণ্ডল মরশুমের ৪১ দিনের শুভলগ্নে আগামী ১৬ নভেম্বর এই দুই পুরোহিত দুই মন্দিরের দায়িত্বভার গ্রহণ করবেন। এই সময়টিই হল বৃশ্চিকম মালয়লম ক্যালেন্ডারের সূচনা মাস।