Heatwave: তাপপ্রবাহকে 'জাতীয় বিপর্যয়' ঘোষণা করা হোক, জানাল রাজস্থান হাইকোর্ট

বিচারপতি অনুপ কুমার ধাদ-এর ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়,তাপপ্রবাহ এবং শীতের প্রকোপকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হোক। পাশাপাশি তাপপ্রবাহের জেরে যাঁদের মৃত্যু হয়েছে, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক রাজ্য সরকারের তরফে। এমন নির্দেশও দেওয়া হয় আদালতের তরফে।

Severe Heatwave (Photo Credit: Pixabay)

দিল্লি, ৩১ মে: প্রচণ্ড গরমে যে তাপপ্রবাহ (Heatwave) শুরু হয়েছে,তাকে জাতীয় বিপর্যয় (National Calamities) হিসেবে ঘোষণা করা হোক। তাপপ্রবাহের পাশাপাশি শীতের সময় প্রচণ্ড ঠাণ্ডাকেও জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানাল রাজস্থান হাইকোর্ট। এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করা হয় রাজস্থান হাইকোর্টের তরফে। তীব্র তাপপ্রবাহের জেরে রাজস্থানে (Rajasthan) পরপর ৫ জনের মৃত্য়ুর খবর মেলে। তাপপ্রবাহের জেরেই ওই ৫ জনের মৃত্য়ু হয় বলে প্রাথমিকভাবে মনে করা হয়। এরপরই রাজস্থান হাইকোর্ট বিষয়টিতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে।

আরও পড়ুন: Rajasthan: তাপপ্রবাহে বাড়ছে মৃতের সংখ্যা,মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যে রাজ্য সরকারকে নির্দেশ রাজস্থান হাইকোর্টের

বিচারপতি অনুপ কুমার ধাদ-এর ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়,তাপপ্রবাহ এবং শীতের প্রকোপকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হোক। পাশাপাশি তাপপ্রবাহের জেরে যাঁদের মৃত্যু হয়েছে, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক রাজ্য সরকারের তরফে। এমন নির্দেশও দেওয়া হয় আদালতের তরফে।

পাশাপাশি যত শিগগিরি সম্ভব রাজস্থান 'হিট অ্যাকশন প্ল্যান' কার্যকর করা হোক বলে দাবি করা হয় রাজস্থান হাইকোর্টের তরফে।