R.G. Kar Hospital: রবিবারের মধ্যে পুলিশ কিনারা করতে না পারলে, CBI-এর হাতে তদন্তভার, আরজিকরের ঘটনায় স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন,যত দ্রুত সম্ভব রহস্যের কিনারা করতে হবে। ফার্স্ট ট্র্যাক কোর্টে ফাঁসির আবেদন জানাবেন অভিযুক্তের। যে প্রথম পরিবারকে ফোন করেন, তাঁকেও ডাকা হবে বলে ডজানান মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee On RG Kar.jpg (Photo Credit: Facebook)

কলকাতা, ১২ অগাস্ট: আরজিকর হাসপাতালে ( R.G. Kar Hospital) নিহত মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন।

মুখ্যমন্ত্রী বলেন,যত দ্রুত সম্ভব রহস্যের কিনারা করতে হবে। ফার্স্ট ট্র্যাক কোর্টে ফাঁসির আবেদন জানাবেন অভিযুক্তের। যে প্রথম পরিবারকে ফোন করেন, তাঁকেও ডাকা হবে বলে ডজানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, এই ঘটনায় যেই জড়িত থাক, তাকে শাস্তি পেতে হবে। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব, দোষীদের গ্রেফতার করবে। পাশাপাশি রবিবারের মধ্যে যদি পুলিশ কিনারা করতে না পারে, তাহলে সিবিআইয়ের হাতে দেওয়া হবে।

আরও পড়ুন: R.G. Kar Hospital: আরজিকরে নিহত চিকিৎসকের বাড়িতে মুখ্যমন্ত্রী, কথা পরিবারের সঙ্গে

শুনুন কী বললেন মুখ্যমন্ত্রী...

যদিও সিবিআইয়ের সাফল্যের হার খুবই কম। তাপসী মালিক থেকে রিজওয়ানের মৃত্যু, সবই সিবিআইয়ের হাতে ছিল। কিন্তু ওরা সমাধান করতে পারেনি। তবে এই ঘটনায় পুলিশ সমাধান বের করতে না পারলে েন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ভার দেওয়া হবে বলে স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী। 



@endif