Income Tax Commissioner Commits Suicide: মানসিক অবসাদের জের, দিল্লিতে সিলিংফ্যানে ঝুলে আত্মঘাতী আয়কর কমিশনার
পেশাগত কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন আয়কর কমিশনার (Principal tax commissioner) কেশন সাক্সেনা। বুধবার সকালে বেডরুমেই আয়কর কমিশনারের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সকালবেলা স্ত্রীই প্রথম দেখেন সিলিংফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয় আত্মঘাতী হয়েছেন স্বামী। তড়িঘড়ি তাঁকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলেও কোনও লাভ হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের বেডরুম থেকেই মিলেছে সুইসাইড নোট। পুলিশ জানিয়েছে, পেশাগত কারণে কিছু সমস্যায় পড়েছিলেন ওই আয়কর কর্তা। সেই থেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। অবশেষ আত্মঘাতী হলেন।
নতুন দিল্লি, ২৭ মে: পেশাগত কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন আয়কর কমিশনার (Principal tax commissioner) কেশন সাক্সেনা। বুধবার সকালে বেডরুমেই আয়কর কমিশনারের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সকালবেলা স্ত্রীই প্রথম দেখেন সিলিংফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয় আত্মঘাতী হয়েছেন স্বামী। তড়িঘড়ি তাঁকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলেও কোনও লাভ হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের বেডরুম থেকেই মিলেছে সুইসাইড নোট। পুলিশ জানিয়েছে, পেশাগত কারণে কিছু সমস্যায় পড়েছিলেন ওই আয়কর কর্তা। সেই থেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। অবশেষ আত্মঘাতী হলেন। আরও পড়ুন-ICMR Removes Price Cap: কোভিড টেস্ট কিটের দাম আলোচনা করে ঠিক করুন, প্রাইস ট্যাগ তুলে নিয়ে রাজ্যগুলিকে পরামর্শ আইসিএমআর-এর
দিল্লির মতো মদ্যপ্রদেশেও এমনই শকিং ঘটনা ঘটেছে দিন কয়েক আগে। বাবা-মা তাঁর ফোনে ইন্টারনেট প্যাক ভরে দিতে চাননি। তাই আত্মঘাতী হন ভোপালের ওই বছর ২০-র যুবক। এর আগে মধ্যপ্রদেশেই বছর ১৯-এর কিশোর আত্মঘাতী হয়েছিল। কারণ দলিত সম্প্রদায়ের হওয়ায় তাঁকে মুত্র পান করতে বাধ্য করা হয়।