Bhandara Hospital Fire: মহারাষ্ট্রের হাসপাতালে আগুন লেগে মৃত্যু ১০ সদ্যোজাতর, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল ১০ নবজাতকের। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভান্ডারা জেলা জেনারেল হাসপাতালে (Bhandara District General Hospital)। রাত ২টো নাগাদ হাসপাতালের এসএনসি ইউনিটে (Sick Newborn Care Unit) আগুন লাগে। ইউনিটে ভর্তি থাকা সাত শিশুকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটেছে হাসপাতালে আগুনের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপের পাশাপাশি জেলা কালেক্টর এবং ভান্ডারা জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। ঘটনায় তিনি তদন্তেরও নির্দেশ দিয়েছেন।

নরেন্দ্র মোদি (Photo: ANI)

নতুন দিল্লি, ৯ জানুয়ারি: হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল ১০ নবজাতকের। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভান্ডারা জেলা জেনারেল হাসপাতালে (Bhandara District General Hospital)। রাত ২টো নাগাদ হাসপাতালের এসএনসি ইউনিটে (Sick Newborn Care Unit) আগুন লাগে। ইউনিটে ভর্তি থাকা সাত শিশুকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটেছে হাসপাতালে আগুনের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপের পাশাপাশি জেলা কালেক্টর এবং ভান্ডারা জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। ঘটনায় তিনি তদন্তেরও নির্দেশ দিয়েছেন।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। প্রধানমন্ত্রী লেখেন, "মহারাষ্ট্রের ভান্ডারায় হৃদয় বিদারক ট্র্যাজেডি যেখানে আমরা মূল্যবান তরুণ জীবন হারিয়েছি। আমার চিন্তাভাবনা সকল শোকাহত পরিবারের সঙ্গে আছে। আমি আশা করি আহতরা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠবেন।" অমিত শাহ টুইটারে লেখেন, "মহারাষ্ট্রের ভান্ডারা জেলা হাসপাতালে দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বলার ভাষা নেই। আমার চিন্তা ও সমবেদনা শোকাহত পরিবারের সঙ্গে। ঈশ্বর তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।" আরও পড়ুন: Bhandara Hospital Fire: মর্মান্তিক! হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল ১০ সদ্যোজাতর

ভান্ডারা জেলা জেনারেল হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ খন্দেট জানান, সিক নিউবর্ণ কেয়ার ইউনিটে ১৭ জন শিশু ভর্তি ছিলেন। শনিবার ভোরের দিকে একজন নার্স দেখেন ওয়ার্ড গিয়ে ধোঁয়া বের হচ্ছে। হাসপাতালের কর্মীরা শিশুদের বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। ১০ শিশু মারা গেছে, ৭ জন নিরাপদে আছে।" প্রশাসন জানিয়েছে উদ্ধার করা সাত শিশুকে অন্য একটি ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। সুরক্ষাজনিত কারণে আইসিইউ ওয়ার্ড, ডায়ালিসিস উইং এবং লেবার ওয়ার্ডের রোগীদেরও অন্যত্র সরানো হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন নিহত শিশুদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।



@endif