PM Narendra Modi: গুজরাটে তৈরি হবে মিলিটারি এয়ারক্রাফ্ট, আগামী সপ্তাহেই টাটা কমপ্লেক্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
সোমবার গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সফরেই দেশের প্রথম এয়ারক্রাফ্ট কমপ্লেক্সের উদ্বোধন করতে চলেছেন।
সোমবার গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আর এই সফরেই দেশের প্রথম এয়ারক্রাফ্ট কমপ্লেক্সের (TATA Aircraft Complex) উদ্বোধন করতে চলেছেন। উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ (Pedro Sanchez)। জানা যাচ্ছে,টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেডের (Tata Advanced Systems Ltd) ক্যাম্পাসের মধ্যে টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে, যেখানে তৈরি হবে C-295 যুদ্ধবিমান। সূত্রের খবর, এই পোগ্রামের ৫৬টি বিমানের মধ্যে ১৬টি স্পেন থেকে এয়ারবাসের মাধ্যমে নিয়ে আসা হবে এবং বাকি ৪০টি ভারতেই তৈরি হতে চলেছে। উল্লেখ্য, টাটাই প্রথম বেসরকারি সংস্থা হতে চলেছে, যারা ভারতে প্রথম যুদ্ধবিমান বানাতে চলেছে।
প্রসঙ্গত, টাটা ছাড়াও বর্তমানে দেশে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ভারত ডায়নামনিক্স লিমিটেডের মতো সংস্থা প্রতিরক্ষা বিভাগে যোগদান দিয়েছে। এছাড়া একাধিক ক্ষুদ্র ও মাঝারি সংস্থাও ইন্ডাস্ট্রিতে এসেছে। বর্তমানে প্রতিরক্ষা বিভাগের অধিকাংশটাই আমেরিকা, ফ্রান্স, রাশিয়ার মতো দেশগুলির ওপর নির্ভর রয়েছে ভারত। কিন্তু বিগত কয়েক বছরে ভারতেই বিভিন্ন সংস্থাকে প্রতিরক্ষার সরঞ্জাম বানানোর বরাত দেওয়া হচ্ছে।