PM Gujarat Visit: বৃহস্পতিবার থেকে দুদিনের গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুক্রবার স্ট্যাচু অফ ইউনিটিতে পালিত হবে একতা দিবস
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ও শুক্রবার (৩০-৩১ অক্টোবর) দুদিনের গুজরাট সফরে যাচ্ছেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।পিআইবি-র তরফে জানানো হয়েছে, প্রথম দিন - বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রী একতা নগরে একগুচ্ছ পরিকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করবেন। ১ হাজার ১৪০ কোটি টাকারও বেশি এই প্রকল্পগুলিতে পরিবেশবান্ধব পর্যটন, পরিবেশবান্ধব পরিবহণ, স্মার্ট পরিকাঠামো এবং জনজাতি উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর হাতে যেসব প্রকল্পের উদ্বোধন করা হবে তার মধ্যে রয়েছে – রাজপিপলার বীরসা মুন্ডা জনজাতি বিশ্ববিদ্যালয়; গারুদেশ্বরে আপ্যায়ন জেলা (প্রথম পর্যায়) বমন বৃক্ষ বাটিকা; সাতপুরা সুরক্ষা দেওয়াল; ই-বাস চার্জিং ডিপো এবং ২৫টি ইলেক্ট্রিক বাস; নর্মদা ঘাটের সম্প্রসারণ; কৌশল্যা পথ; একতা দুয়ার থেকে শ্রেষ্ঠ ভারত ভবন পর্যন্ত হাঁটার পথ (দ্বিতীয় পর্যায়); স্মার্ট বাসস্টপ (দ্বিতীয় পর্যায়); ড্যাম রেপ্লিকা ফাউন্টেন; জিএসইসি কোয়াটার প্রভৃতি।
প্রধানমন্ত্রী দেশীয় রাজ্যগুলির একটি সংগ্রহালয়, বীর বালক উদ্যান, স্পোর্টস কমপ্লেক্স, বৃষ্টি অরণ্য প্রকল্প, শুলপানেশ্বর ঘাটের কাছে জেটির উন্নয়ন প্রভৃতি প্রকল্পের শিলান্যাস করবেন।
প্রধানমন্ত্রী সর্দার প্যাটেলের জন্মের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে দেড়শো টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং স্মারক ডাক টিকিটের আনুষ্ঠানিক প্রকাশ করবেন।
দুদিনের গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রীর সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রী যোগ দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। তিনি একতা দিবসের শপথবাক্য পাঠ করাবেন এবং একতা দিবস কুচকাওয়াজ প্রত্যক্ষ করবেন।
এই কুচকাওয়াজে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি এবং বিভিন্ন রাজ্য পুলিশ বাহিনী যোগ দেবে। এই বছরের বিশেষ আকর্ষণ হল বিএসএফ-এর একটি দল তারা রামপুর হাউন্ড এবং মুনঢল হাউন্ডের মতো দেশীয় প্রজাতির কুকুরদের নিয়ে কুচকাওয়াজে সামিল হবে। গুজরাট পুলিশের ঘোড়সওয়ার বাহিনী, অসম পুলিশের মোটর সাইকেল ডেয়ারডেভিল শো এবং বিএসএফ-এর উট বাহিনী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
কুচকাওয়াজে সিআরপিএফ-এর শৌর্য্যচক্র বিজেতা এবং বিএসএফ-এর ১৬ জন সাহসিকতার পুরস্কার বিজয়ীকে সম্বর্ধনা জানানো হবে। এরা ঝাড়খণ্ডে নকশাল দমন অভিযান এবং জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে ব্যতিক্রমী সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। অপারেশন সিঁদুরে বীরত্বের পরিচয় দেওয়া বিএসএফ কর্মীদেরও স্বীকৃতি জ্ঞাপন করা হবে এই অনুষ্ঠানে।
রাষ্ট্রীয় একতা দিবসে এই বছরের কুচকাওয়াজে এনএসজি, এনডিআরএফ, গুজরাট, জম্মু-কাশ্মীর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মণিপুর, মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং পুদুচেরির ১০টি ট্যাবলো যোগ দেবে। ৯০০ জন শিল্পী সাংস্কৃতিক উপস্থাপনায় অংশগ্রহণ করে ভারতীয় সংস্কৃতির সমৃদ্ধ ধারা ও বৈচিত্র্যের স্বাক্ষর রাখবেন।
প্রধানমন্ত্রী আরম্ভ ৭.০-র সমাপ্তিতে ১০০ তম ফাউন্ডেশন কোর্সের শিক্ষার্থী আধিকারিকদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। আরম্ভ-এর সপ্তম সংস্করণের মূল ভাবনা ছিল ‘শাসনের নতুন রূপ কল্পনা’। ভারতের ১৬টি সিভিল সার্ভিস এবং ভুটানের ৩টি সিভিল সার্ভিসের ৬৬০ জন শিক্ষার্থী আধিকারিক ১০০ তম ফাউন্ডেশন কোর্সে যোগ দিয়েছিলেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)