Mayawati: ধর্মান্তর সম্পর্কিত উত্তরপ্রদেশ সরকারের অধ্যাদেশটি হাস্যকর, বললেন মায়াবতী

সোমবার উত্তরপ্রদেশ সরকারের ধর্মান্তকরণ সম্পর্কিত অধ্যাদেশ জারির বিরোধিতা করল বহুজন সমাজ পার্টি। সাফ জানালো হল, এই অধ্যাদেশ একটি হাস্যকর ঘটনা। বিরোধী সমাজবাদী পার্টিও এই অধ্যাদেশের বিরোধিতা করেছে। এই প্রসঙ্গে এক টুইট বার্তায় বিএসপি নেত্রী মায়াবতী (Mayawati) জানিয়েছেন, “লাভ জিহাদের বিরুদ্ধে সরকার তড়িঘড়ি এই অধ্যাদেশ জারি করেছে। এটি বিবিধ আশঙ্কায় ভরপুর। দেশের যেকোনও প্রান্তেই জোর করে বা প্রতারণার মাধ্যমে যে ধর্মান্তকরণ করা হয় তা কখনওই গ্রহণযোগ্য নয়। এর বিরোধিতায় অনেক আইন আগে থেকেই বলবৎ রয়েছে। তাই ফের ধর্মান্তকরণ সম্পর্কিত যে অধ্যাদেশ সরকার জারি করতে চলেছে।

মায়াবতী (Photo Credits: PTI)

লখনউ, ৩০ নভেম্বর: সোমবার উত্তরপ্রদেশ সরকারের ধর্মান্তকরণ সম্পর্কিত অধ্যাদেশ জারির বিরোধিতা করল বহুজন সমাজ পার্টি। সাফ জানালো হল, এই অধ্যাদেশ একটি হাস্যকর ঘটনা। বিরোধী সমাজবাদী পার্টিও এই অধ্যাদেশের বিরোধিতা করেছে। এই প্রসঙ্গে এক টুইট বার্তায় বিএসপি নেত্রী মায়াবতী (Mayawati) জানিয়েছেন, “লাভ জিহাদের বিরুদ্ধে সরকার তড়িঘড়ি এই অধ্যাদেশ জারি করেছে। এটি বিবিধ আশঙ্কায় ভরপুর। দেশের যেকোনও প্রান্তেই জোর করে বা প্রতারণার মাধ্যমে যে ধর্মান্তকরণ করা হয় তা কখনওই গ্রহণযোগ্য নয়। এর বিরোধিতায় অনেক আইন আগে থেকেই বলবৎ রয়েছে। তাই ফের ধর্মান্তকরণ সম্পর্কিত যে অধ্যাদেশ সরকার জারি করতে চলেছে। এমন পদক্ষেপ যেন পুনরায় বিবেচনা করা হয়, এই দাবি বিএসপির।” আরও পড়ুন-Joe Biden: পোষ্যর সঙ্গে খেলতে গিয়ে পায়ে চোট পেলেন জো বিডেন, এবার হাঁটতে লাগবে ওয়াকিং বুট

এদিকে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল গত শনিবার এই অধ্যাদেশ জারির প্রসঙ্গে ছাড়পত্র দিয়েছেন। যত তাড়াতাড়ি এই অধ্যাদেশ বলবৎ হয় তারই পক্ষপাতী তিনি। গত বুধবার এই বেআইনি ধর্মান্তকরণ অধ্যাদেশটি রাজ্য মন্ত্রিসভায় পাস হয়ে গিয়েছে। তারপর প্রয়োজনীয় পদক্ষেপেক জন্য তা রাজভবনে পাঠানো হয়। এবার অধ্যাদেশটিকে আগামী ৬ মাসের মধ্যে রাজ্য বিধানসভার দুইকক্ষে পাস হতে হবে। অধ্যাদেশ অনুসারে বিবাহের উদ্দেশ্য কোনও মহিলাকে ধর্মান্তরিত করা যাবে না। তাহলে সেই বিয়ে বাতিল বলে গণ্য হবে।