Eid Mubarak 2020: ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ঈদ-উল-ফিতর উপলক্ষে টুইটারে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এদিন টুইটে তিনি লেখেন, এই বিশেষ দিনে দেশবাসীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পাবে। একই সঙ্গে দেশবাসীর সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেন তিনি। পবিত্র রমজান মাসের সমাপ্তিতেই আসে ঈদ। ঈদের দিনে সাধারণত ধর্মপ্রাণ মুসলিমরা নিজের বাড়িতে খাওয়াদাওয়ার আয়োজন করেন। সেখানে আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের আমন্ত্রণ করা হয়। একই সঙ্গে এই দিনে সম্প্রীতি ও ভালবাসার বার্তা দিতে একে অপরে পরিজনদের বাড়িতে গিয়ে মিষ্টিমুখ করেন। তবে চলতি বছরে ঈদের উদযাপনেও এসেছে ভাঁটা সৌজন্যে আম্ফান ঘূর্ণিঝড় ও মহামারী কোভিড। দেশবাসীকে এবার বাড়িতে থেকে ঈদ উদযাপনের অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে সামাজিক দূরত্ব যেন বজায় থাকে।

নরেন্দ্র মোদি (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৫ মে: ঈদ-উল-ফিতর উপলক্ষে টুইটারে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এদিন টুইটে তিনি লেখেন, এই বিশেষ দিনে দেশবাসীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পাবে। একই সঙ্গে দেশবাসীর সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেন তিনি। পবিত্র রমজান মাসের সমাপ্তিতেই আসে ঈদ। ঈদের দিনে সাধারণত ধর্মপ্রাণ মুসলিমরা নিজের বাড়িতে খাওয়াদাওয়ার আয়োজন করেন। সেখানে আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের আমন্ত্রণ করা হয়। একই সঙ্গে এই দিনে সম্প্রীতি ও ভালবাসার বার্তা দিতে একে অপরে পরিজনদের বাড়িতে গিয়ে মিষ্টিমুখ করেন। তবে চলতি বছরে ঈদের উদযাপনেও এসেছে ভাঁটা সৌজন্যে আম্ফান ঘূর্ণিঝড় ও মহামারী কোভিড।  দেশবাসীকে এবার বাড়িতে থেকে ঈদ উদযাপনের অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে সামাজিক দূরত্ব যেন বজায় থাকে। আরও পড়ুন- West Bengal: গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২০৮, রাজ্যে করোনার গ্রাসে ৩,৬৬৭ জন

বিশ্বের সমস্ত ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ঈদ সবথেকে বড় পরব। রমজান মাস নেকির মাস। গতকাল রবিবার ২৪ মে দেশের মধ্যে দুটি জায়গায় ঈদ পালিত হয়েছে। এক কেরালা ও দুই জম্মু ও কাশ্মীর। আজ সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে ঈদ-উল-ফিতর। খুশির দিনে ঈদ অনুষঙ্গেই থাকছে বিবিধ খাবারের আয়োজন, সিমুই, লাচ্চা, সহ বিভিন্ন মিষ্টান্নের আয়োজন আর অবশ্যই বিরিয়ানি।