Mumbai: এমআরপি-র থেকে আইসক্রিমের দাম ১০ টাকা বেশি নেওয়ায় ২ লাখ জরিমানা রেস্তরাঁর

এমআরপি-র থেকে আইসক্রিমের (Ice Cream) দাম ১০ টাকা বেশি নেওয়ার জন্য জরিমানা রেস্তরাঁর। ২ লাখ টাকা জরিমানা দিতে হবে তাদের। ঘটনাটি দক্ষিণ মুম্বইয়ের (Mumbai)। স্থানীয় উপভোক্তা ফোরাম এই জরিমানা ধার্য করেছে। জরিমানা ছাড়াও অভিযোগকারীকে ক্ষতিপূরণও দিতে হবে রেস্তরাঁ কর্তৃপক্ষকে।

আইস ক্রিম

মুম্বই, ২৭ অগাস্ট: এমআরপি-র থেকে আইসক্রিমের (Ice Cream) দাম ১০ টাকা বেশি নেওয়ার জন্য জরিমানা রেস্তরাঁর। ২ লাখ টাকা জরিমানা দিতে হবে তাদের। ঘটনাটি দক্ষিণ মুম্বইয়ের (Mumbai)। স্থানীয় উপভোক্তা ফোরাম এই জরিমানা ধার্য করেছে। জরিমানা ছাড়াও অভিযোগকারীকে ক্ষতিপূরণও দিতে হবে রেস্তরাঁ কর্তৃপক্ষকে।

২০১৪ সালের জুন মাসের ৮ তারিখ। দক্ষিণ মুম্বইয়ের ওই রেস্তরাঁতে আইসক্রিমের ফ্যামিলি প্যাক কিনতে যান পুলিশকর্মী ভাস্কর যাদব। আইসক্রিমের এমআরপি ১৬৫ টাকা। যদিও রেস্তরাঁ তাঁর থেকে দাম নেয় ১৭৫ টাকা। বিষয়টি নিয়ে কনজিউমার ফোরামে অভিযোগ করেন ভাস্কর। তিনি অভিযোগে জানান, রেস্তরাঁর বাইরের কাউন্টার থেকে তিনি আইসক্রিম কেনেন। ভেতরে ঢোকেননি। আরও পড়ুন: Air India: নিষিদ্ধ ছেঁড়া জিন্স, শর্টস, কর্মীদের জন্য পোশাক বিধি চালু করল এয়ার ইন্ডিয়া

নিজেদের স্বপক্ষে যুক্তি দিত গিয়ে রেস্তরাঁ কর্তৃপক্ষ বলে, তারা আইসক্রিমের সংরক্ষণের (কুলিং) জন্যই ১০ টাকা অতিরিক্ত নিয়েছে। যদিও কনজিউমার ফোরামের পর্যবেক্ষণ, ভাস্কর যাদব রেস্তরাঁর ভেতরে ঢোকেননি, আসবাব ব্যবহার করেননি, জল চাননি। তাই অতিরিক্ত ১০ টাকা নেওয়ার কোনও যুক্তি নেই।



@endif