IPL Auction 2025 Live

Mumbai Air Quality: দিল্লির থেকেও বেশি বায়ু দূষণের শিকার মুম্বই!

এবার সেই ঘটনাই ঘটতে চলেছে মুম্বইয়ের বায়ু দূষণের পরিস্থিতির জন্য। অন্তত গত কয়েকদিনের আবহাওয়া দেখে তাই মনে করছেন পরিবেশবিদরা।

(Photo Credits: Twitter)

মুম্বই: ভারতের রাজধানী (India's national capital) দিল্লি (Delhi) খারাপ আবহাওয়া (bad weather) ও বায়ু দূষণের (air pollution) জন্য মাঝে মাঝেই খবরের হেডলাইনে (headlines) জায়গা পায়। কিন্তু, দূষণের জন্য ভারতের ব্যবসায়িক রাজধানী (India's financial capital) মুম্বইয়ের (Mumbai) নাম সেভাবে আসে না খবরে। এবার সেই ঘটনাই ঘটতে চলেছে মুম্বইয়ের বায়ু দূষণের পরিস্থিতির (Mumbai Air Quality) জন্য। অন্তত গত কয়েকদিনের আবহাওয়া দেখে তাই মনে করছেন পরিবেশবিদরা। আরও পড়ুন: Uttar Pradesh Shocker: এক রাতে দুবার সঙ্গমে বাধা , রাগে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল স্বামী

শুক্রবার একজন টুইটারাট্টি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ের একটি ছবি পোস্ট করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, শীতকালে (winter months) বায়ু দূষণের পরিমাণ এতটাই হয় যে মাঝে মধ্যেই খবরের হেডলাইনে জায়গা পায় দিল্লি। কিন্তু, গত কয়েকদিন ধরে মুম্বইয়ে বায়ুদূষণের পরিমাণ (very poor air quality) এতটাই বেড়েছে যে এবার বায়ু দূষণের জন্য খবরের হেডলাইনে জায়গা করে নেবে দেশের ব্যবসায়িক রাজধানীও। আরও পড়ুন: 50K Cost Imposed on FB: ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ, ৫০হাজার টাকার জরিমানা ধার্য করল উত্তরাখণ্ডের আদালত