IPL Auction 2025 Live

ভয়াবহ আগুনের গ্রাসে মুম্বইয়ের এমটিএনএল বিল্ডিং, উদ্ধারে নামল রোবট

য়াবহ আগুনের গ্রাসে মুম্বইয়ের মহানগর টেলিকম নিগমের বিল্ডিং। বেলা তিনটে বেজে ১৫ মিনিটে প্রথম আগুন লাগার বিষয়টি প্রকাশ্যে আসে। তখন থেকেই শুরু হয়েছে উদ্ধারকার্য। শেষপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১০তলা বাড়িটিতে এখনও ১০০ জন মানুষ আটকে আছে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে দ্রুত গতিতে আগুন নেভানোর কাজ করছে দমকলের ১৪টি ইঞ্জিন।

এমটিএনএল বিল্ডিংয়ে আগুন(Photo Credit: ANI Twitter)

মুম্বই, ২২ জুলাই: ভয়াবহ আগুনের গ্রাসে মুম্বইয়ের মহানগর টেলিকম নিগমের বিল্ডিং। বেলা তিনটে বেজে ১৫ মিনিটে প্রথম আগুন লাগার বিষয়টি প্রকাশ্যে আসে। তখন থেকেই শুরু হয়েছে উদ্ধারকার্য। শেষপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১০তলা বাড়িটিতে এখনও ১০০ জন মানুষ আটকে আছে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে দ্রুত গতিতে আগুন নেভানোর কাজ করছে দমকলের ১৪টি ইঞ্জিন। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ প্রশাসনের বড় কর্তারা। আগুন নেভাতে রোবটের সাহায্য নেওয়া হয়েছে বলে খবর। আরও পড়ুন-শৌচালয় সাফের জন্য সাংসদ হননি, নয়া মন্তব্যে ফের বিতর্কে জড়ালেন সাধ্বী প্রজ্ঞা

জানা গিয়েছে, দুপুরেই আগুন লাগে এমটিএনএল-এর ওই বাড়িটিতে। সপ্তাহের শুরুর দিন কাজেই সবাই বেশ ব্যস্তই ছিলেন। চারতলাতে আগুন লেগেছে দেখেই দমকলে খবর যায়। তিনটে ১৫ মিনিটে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়তেই আরও ১৩টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে। এই প্রসঙ্গে দমকল কর্তা পি রাহাংডোলে বলেছেন, দ্রুতি গতিতে আগুন নেভনোর কাজ চলছে। বাড়িটিতে আটকে পড়া লোকজনের অনেককেই বের করে আনা সম্ভব হয়েছে। তবে এখনও প্রায় ১০০ জনের মতো লোক আটকে পড়ে আছে। দমকলকর্মীরা তাঁদের উদ্ধারের চেষ্টা করছেন। আগুন নেভানোর কাজও চলছো জোরকদমে। গোটা বাড়িটি ধোঁয়ায় ঢেকে যাওয়ায় দৃশ্যমানতা একটু হলেও কমেছে।

দমকলের তরফে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে বহুতলটিতে আগুন লাগতে পারে। যদিও এনিয়ে স্পষ্টভাবে কিছু জানাতে চাননি দমকল কর্তারা। বান্দ্রার ওই বহুতল থেকে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও ক্ষয়ক্ষতি যে বড়মাত্রায় হতে পারে, তা নিয়ে আশঙ্কায় দমকল ও পুলিশ। কারণ আগুন এখনও আয়ত্তে আসেনি। আগুন যাতে আশপাশের বাড়িতে ছড়িয়ে না পড়ে সেদিকেও নজর রাখছেন তাঁরা৷ গোটা ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এদিকে রবিবারই কোলাবায় ঐতিহ্যবাহী তাজমহল হোলেটের পিছনের বিল্ডিংয়ে আগুন লাগে। ঘটনায় মৃত্যু হয় একজনের। গুরুতর আহত হন আরও একজন। তার আগে উত্তর-পূর্ব দিল্লির ঝিলমিল এলাকার একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছড়ায় আতঙ্ক৷