Monsson Season 2023: সংসদে স্লোগান না দিলেও, মণিপুর নিয়ে শান্ত থাকবেন না, সিদ্ধান্ত বিরোধীদের, বলছে সূত্র

গত মে মাস থেকে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে মণিপুর। কুকি এবং মেইতেই সম্প্রদায়ের বিবাদের জেরে উত্তর-পূর্বের এই রাজ্যে শুরু হয় অশান্তি। যা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে শুরু হয়ে যায় চর্চা।

Opposition Protest (Photo Credit: Twitter)

দিল্লি, ২৭ জুলাই: বর্ষাকালীন অধিবেশন চলাকালীন মণিপুর নিয়ে বিরোধীদের প্রতিবাদ, প্রতিরোধ চলবে। তবে মণিপুর নিয়ে প্রতিবাদ করতে গিয়ে তাঁরা কেন্দ্রীয় মন্ত্রিসভার নির্দিষ্ট কিছু সদস্যের বক্তব্যের সময় বাধা দেবেন না। নীতিন গডকড়ি-সহ কিছু মন্ত্রীকে কোনওরম বাধা ছাড়াই সংসদে বলতে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেন বিরোধী জোটের সদস্যরা। সংসদে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী তাঁরা আলোচনা চালাবেন কিন্তুগডকড়ি-সহ কিছু সাংসদের বক্তব্যের সময় বাধা দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেন বিরোধীরা। সূত্রের তরফে মিলছে এমন খবর।

আরও পড়ুন:  Monsoon Season 2023: বিদেশনীতিতে ভারতের উন্নতির কথা বলতেই রাজ্যসভা মুখর 'মোদী মোদী স্লোগানে'

গত মে মাস থেকে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে মণিপুর। কুকি এবং মেইতেই সম্প্রদায়ের বিবাদের জেরে উত্তর-পূর্বের এই রাজ্যে শুরু হয় অশান্তি। যা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে শুরু হয়ে যায় চর্চা। মণিপুরে গত ১৯ জুলাই একটি ভিডিয়ো ভাইরাল হয়। যে  ভিডিয়োতে দেখা যায়, দুই মহিলাকে নগ্ন করে, তাঁদের চরম হেনস্থা করা হয়। যে ফুটেজ প্রকাশ্যে আসতেই তা নিয়ে চড়তে শুরু করে রাজনৈতিক উত্তাপ।