Gujarat: জোর করে সঙ্গম, নগ্ন ছবি ফাঁসের হুমকি, সমকামী সঙ্গীকে কুপিয়ে খুনের অভিযোগ
জোর করে সমকামী সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেছিলেন গুজরাটের এক ব্যক্তি। সঙ্গীর নগ্ন ছবি তুলে সেই ছবি নিয়ে তাঁকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে গিয়েছেন সঙ্গমের জন্যে। বাধ্য হয়ে সঙ্গীকে কুপিয়ে খুন করলেন অপর সঙ্গী। খুনের অভিযোগে গ্রেফতার সমকামী সঙ্গী। বন্ধুর সঙ্গে দেখা ফাজের, প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রিয় পোষ্য
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম রাঞ্ছড় রথবা। সুমন পারমার নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি হয় রাঞ্ছড়ের। কিন্তু সুমন মাঝে মধ্যে তাঁকে শারীরিক সম্পর্কের জন্যে জোর করতেন। রাঞ্ছড় সঙ্গমে রাজি না হলে তাঁর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার ব্ল্যাকমেল করতেন সুমন। সংক্রান্তিতে মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতো গলার জড়িয়ে মৃত্যু প্রোঢ়ের
৭ জানুয়ারি সুমনের বাড়িতে হাজির হন রাঞ্ছড়। তাঁর পরিবারকে সে জানায়, সুমন তাঁকে নগ্ন ছবি ফাঁস করার ব্ল্যাকমেল করে দিনের পর দিন তাঁর সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করে চলেছে। পরের দিন ৮ জানুয়ারি রাঞ্ছড়ের সঙ্গে দেখা করতে আসে সুমন। কেন সে তাঁর বাড়িতে নালিশ জানাতে গিয়েছিল সেই নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। তর্কাতর্কি চলাকালীন কোদাল দিয়ে কুপিয়ে সুমনকে খুন করেন রাঞ্ছড়। প্রমান লোপাটের জন্যে মৃতের দেহ মাটিতে পুঁতে দেয় সে।
অন্যদিকে সুমনকে খুঁজে পাওয়া না যাওয়ায় পুলিশের দারস্ত হন তাঁর পরিবার। সুমনের খোঁজ শুরু করলে পুরো বিষয়টা জানতে পারেন পুলিশ। থানায় নিজের অপরাধের কথাও স্বীকার করেছেন রাঞ্ছড়। গ্রেফতার করা হয়েছে তাঁকে।