Kolkata Shocker: ডাক্তার দেখাতে এসে নার্সের শ্লীলতাহানি, অভিযুক্ত মদ্যপ রোগীর খুঁজছে পুলিশ
ফের শহরের বুকে শ্লীলতাহানির ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল কলকাতার (Kolkata) নেতাজি সুভাষচন্দ্র বোস রোড লাগোয়া একটি প্রাইভেট ক্লিনিকে। ডাক্তার দেখাতে এসে নার্সকে শ্লীলতাহানির অভিযোগ মদ্যপ রোগীর বিরুদ্ধে। অভিযোগ, ক্লিনিকে উপস্থিত অন্যান্যদের চোখের সামনেই ওই নার্সকে যৌন হেনস্তা করে মদ্যপ রোগী। সবাই মিলে তেড়ে এলে নির্যাতিতাকে ফেলে পালিয়ে যায় সে। তবে বিষয়টি জানাজানি হলে প্রত্যেক্ষদর্শী ও নির্যাতিতার প্রাণ নাশের হুমকিও দেয় সে। ইতিমধ্যেই এই বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে।
কলকাতা, ৩০ ডিসেম্বর: ফের শহরের বুকে শ্লীলতাহানির ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল কলকাতার (Kolkata) নেতাজি সুভাষচন্দ্র বোস রোড লাগোয়া একটি প্রাইভেট ক্লিনিকে। ডাক্তার দেখাতে এসে নার্সকে শ্লীলতাহানির অভিযোগ মদ্যপ রোগীর বিরুদ্ধে। অভিযোগ, ক্লিনিকে উপস্থিত অন্যান্যদের চোখের সামনেই ওই নার্সকে যৌন হেনস্তা করে মদ্যপ রোগী। সবাই মিলে তেড়ে এলে নির্যাতিতাকে ফেলে পালিয়ে যায় সে। তবে বিষয়টি জানাজানি হলে প্রত্যেক্ষদর্শী ও নির্যাতিতার প্রাণ নাশের হুমকিও দেয় সে। ইতিমধ্যেই এই বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশে। অভিযুক্তের খোঁজে শুরে হয়েছে তল্লাশি। আরও পড়ুন-Maharashtra Cabinet Expansion Today: আজ মহারাষ্ট্রে মন্ত্রিসভার সম্প্রসারণ, উপমুখ্যমন্ত্রীর পদে অজিত পাওয়ার, মন্ত্রিত্ব পাচ্ছেন আদিত্য ঠাকরে
বছর শেষে নারী নির্যাতনের ঘটনা গোটা দেশজুড়েই বেড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাই পুলিশি ব্যবস্থাও থাকে প্রচুর। এবারও তার কমতি ছিল না। নারকীয় ঘটনা ঘটাতে পারে সন্দেহে অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ। এখনও নজরদারি চলছে। তারমধ্যে চলন্তবাসে ফের শ্লীলতাহানির ঘটনা ঘটল। মেয়ে ও স্বামীর সামনেই যৌন হেনস্তার শিকার হলেন গৃহবধূ। এই ঘটনায় মূল অভিযুক্ত দুই জন। চলন্তবাসে শ্লীলতাহানির সময়ই ১০০ নম্বরে ফোন করে সাহায্য চান নির্যাতিতার স্বামী। একজন অভিযুক্ত পালিয়ে গেলেও দ্বিতীয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।