ফ্রিতে চুল কাটছেন কেরালার নাপিত (Photo Credits: ANI)

কোচি, ১৫ সেপ্টেম্বর: মহামারী করোনাভাইরাসে জর্জরিত দেশ। এই মুহূর্তে অভিনব উপায়ে জনসেবায় উদ্যোগী হলেন কেরালার এক নাপিত (Kerala Barber)। তিনি বলেছেন ১৪ বছর বয়স পর্যন্ত সমস্ত ছেলেমেয়ের চুল বিনামূল্যে কেটে দেবেন। যতদিন দেশে মহামারী চলবে, ততদিন পর্যন্ত এই পরিষেবা দিয়ে যাবেন তিনি। ওই নাপিতের নাম গোপী। কেরালার কোচির কার্থিকাদাভু এলাকায় তাঁর তিনটি সেলুন রয়েছে। ১৪ বছরের নিচে যারা তারাই গোপীর এই তিনটির সেলুনের মধ্যে যেকোনও একটিতে বিনামূল্যে চুল কাটাতে পারবে। এই প্রসঙ্গে গোপী বলেন, “আমার তিনটি সেলুন রয়েছে। তার মধ্যে একটিতে বিনামূল্যে চুল কাটানো হবে। বয়স্কদের মধ্যে এমন অনেকেই আছেন, যাঁরা আর্থিক সমস্যায় ভুগছেন। তাঁদের চুলও বিনামূল্যেই কাটা হবে।”

করোনাকালে বিনামূল্যে চুল কাটছেন এই নাপিত

এএনআই-এর এক টুইট অনুসারে গোপী বলেন, যতদিন না মহামারী যাচ্ছে ততদিন পর্যন্ত তিনি বিনামূল্যে চুল কাটার এই পরিষেবা দিয়ে যাবেন। এমনিতে নর্মাল হেয়ার কাটের জন্য ১০০ টাকা নেন গোপী। “তবে এই পরিস্থিতিতে যদি মানুষের কাছে পর্যাপ্ত টাকা না থাকে, তবে তিনি যা দেবেন আমরা তাই গ্রহণ করব। মহামারীকে রুখতে এভাবেই সমাজের জন্য কাজ করব।”  কেরালাতে করোনাভাইরাসে মোট আক্রান্ত ১ লাখ ১০ হাজার ৮১৮ জন। সোমবার সারাদিনে সেখানে নতুন করে সংক্রামিত হয়েছেন ২ হাজার ৫৪০ জন। গতকাল সেখানে ১৫ জনের মৃত্যু হয়েছে। কেরালাতে করোনার বলি ৪৫৪ জন। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৯ হাজার ৮১৩ জন। বিদেশ থেকে আসা ৩৪ জন করোনাভাইরাস পজিটিভ। বাকি সংক্রামিত ৭৩ জন অন্য রাজ্য থেকে এসেছেন। সংস্পর্শে এসে সংক্রামিত হয়েছেন ২ হাজার ৩৪৬ জন। বাকি ২১২ জন কীভাবে সংক্রামিত হয়েছেন তা জানা যায়নি। আরও পড়ুন-Jaya Bachchan: ‘ইন্ডাস্ট্রিতে নাম কামানো মানুষেরাই আজ বলিউডকে নর্দমা বলছে’, সংসদে সরব জয়া বচ্চন

মালাপ্পুরমেই সবথেকে বেশি সংক্রামিতর সংখ্যা ৪৮২। এরপরেই ৩৮২ জন আক্রান্তকে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কোঝিকোড়, তিরুবনন্তপুরমে ৩৩২ জন। এর্নাকুলামে ২৫৫ জন আক্রান্ত। কান্নুরে করোনা রোগী ২৩২ জন। ওয়ানাডে করোনা আক্রান্ত ২০ জন। পাথনামথিত্তায় ১৬ জন সংক্রমণের শিকার। গত ২৪ ঘণ্টায় কেরালায় ২২ হাজার ২৭৯টি নমুনার করোনা টেস্ট হয়েছে। সবমিলিয়ে দক্ষিণের এই রাজ্যে এখনও পর্যন্ত ২১ লাখ ৫২ হাজার ৫৮৫টি নমুনার করোনা টেস্ট হয়েছে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

AIFF Rejects Premier 1 Club License: ওড়িশা এফসি-কেরালা ব্লাস্টার্সের প্রিমিয়ার ১ ক্লাবের লাইসেন্স বাতিল করল এআইএফএফ

Monsoon In India: তীব্র গরম থেকে স্বস্তি দিতে ৩১ মে বর্ষার প্রবেশ দেশে, জানাল মৌসম ভবন (দেখুন রিপোর্ট)

West Nile Fever Alert: কেরালার তিন জেলায় পশ্চিম নীল জ্বরের সংক্রমণ, সতর্কতা জারি করল স্বাস্থ্য বিভাগ

West Nile Virus: কেরলে ১০ জন 'ওয়েস্ট নীল ভাইরাস'এ আক্রান্ত, কী এই রোগ? কীভাবে ছড়ায়? উপসর্গই বা কী? জানুন সমস্ত কিছু

Kerala Blasters Part Ways with Ivan Vukomanovic: মরসুম শেষে কোচ ইভান ভুকোমানোভিচকে ছাড়ল কেরালা ব্লাস্টার্স

ISL 2023-24 Play-Offs Live Streaming: ওড়িশা এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩-২৪ প্লে-অফ, সরাসরি দেখবেন যেখানে

Indian Crew Returns Home: ইরানের কাছে আটক ১৭ জন ভারতীয়র মধ্য দেশে ফিরলেন কেরলের ১ মহিলা ক্রু

Loksabha Election 2024: 'কংগ্রেসের রাহুলায়ন কখনও...', রাহুল গান্ধীকে কড়া কটাক্ষ রাজনাথ সিংয়ের