Kangana Ranaut Row: 'কঙ্গনার বিরুদ্ধে যে মন্তব্য করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক', বললেন NCW প্রধান
সোনিয়া গান্ধী যাতে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করেন, সেই দাবিও করেন রেখা শর্মা। সেই সঙ্গে যাঁর বিরুদ্ধে এই ধরনের আপত্তিজনক মন্তব্য করা হয়েছে, সেই কঙ্গনা রানাউত অত্যন্ত ভদ্রভাবে তার জবাব দিয়েছেন।
দিল্লি, ২৬ মার্চ: একজন মহিলার প্রতি অন্য মহিলা কীভাবে এই ধরনের মন্তব্য করেন, তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় মহিলা কমিশনের (NCW) প্রধান রেখা শর্মা। কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বিরুদ্ধে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ যে ধরনের আপত্তিজনক মন্তব্য করেছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মত প্রকাশ করেন জাতীয় মহিলা কমিশনের প্রধান। বিষয়কে অত্যন্ত গম্ভীরভাবে মহিলা কমিশন বিবেচনা করছে বলেও জানান রেখা শর্মা। পাশাপাশি নির্বাচন কমিশন যাতে উপযুক্ত পদক্ষেপ করে, সে বিষয়েও দাবি জানানো হয়েছে।
শুনুন কী বললেন রেখা শর্মা...
আরও পড়ুন: Kangana Ranaut: কঙ্গনা রানাউতকে 'অপমান', কংগ্রেসের বিরুদ্ধে তীব্র বিষোদগার বিজেপির
সোনিয়া গান্ধী যাতে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করেন, সেই দাবিও করেন রেখা শর্মা। সেই সঙ্গে যাঁর বিরুদ্ধে এই ধরনের আপত্তিজনক মন্তব্য করা হয়েছে, সেই কঙ্গনা রানাউত অত্যন্ত ভদ্রভাবে তার জবাব দিয়েছেন। কঙ্গনার পালটা উত্তরে কারও সম্মানহানি হয়নি বলেও মত প্রকাশ করেন জাতীয় মহিলা কমিশন প্রধান।