Indian Army Major Suman Gawani: যৌন সহিংসতা বিরোধী প্রচারে গুরুত্ব পূর্ণ ভূমিকা নেওয়ায় রাষ্ট্রপুঞ্জে সম্মানিত ভারতীয় সেনার মেজর সুমন গাওয়ানি

রাষ্ট্রপুঞ্জের ২০১৯ মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হলেন ভারতীয় সেনার মেজর (Indian Army Major) সুমন গাওয়ানি। যৌনসহিংসতা বিরোধী অভিযান সংক্রান্ত সংস্থায় বড় মাপের ভূমিকা পালন করেছেন ওই মহিলা মেজর। সেকারণেই তাঁকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করেছে রাষ্ট্রপুঞ্জ। এজন্য সুমন গাওয়ানকে শক্তিশালী রোল মডেল বলেছেন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুতেরেস। মঙ্গলবার পুরস্কার ঘোষণার সময় রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়, সেনা সিগন্যাল কর্পসের দায়িত্ব পালেনর পাশাপাশি মেজর সুমন গাওয়ানি রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর সমর্থন ও পরামর্শের মাধ্যমে একটা পরিবেশ তৈরিতে সক্ষম হন। যা জটিল সময়েও যৌন সহিংসতার বিরুদ্ধে দৃঢ় থেকেছে।

সুমন গাওয়ানি (Photo Credits: IANS)

রাষ্ট্রপুঞ্জ, ২৬ মে: রাষ্ট্রপুঞ্জের ২০১৯ মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হলেন ভারতীয় সেনার মেজর (Indian Army Major) সুমন গাওয়ানি। যৌনসহিংসতা বিরোধী অভিযান সংক্রান্ত সংস্থায় বড় মাপের ভূমিকা পালন করেছেন ওই মহিলা মেজর। সেকারণেই তাঁকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করেছে রাষ্ট্রপুঞ্জ। এজন্য সুমন গাওয়ানকে শক্তিশালী রোল মডেল বলেছেন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুতেরেস। মঙ্গলবার পুরস্কার ঘোষণার সময় রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়, সেনা সিগন্যাল কর্পসের দায়িত্ব পালেনর পাশাপাশি মেজর সুমন গাওয়ানি রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর সমর্থন ও পরামর্শের মাধ্যমে একটা পরিবেশ তৈরিতে সক্ষম হন। যা জটিল সময়েও যৌন সহিংসতার  বিরুদ্ধে দৃঢ় থেকেছে।

দক্ষিণ সুদানে রাষ্ট্রপুঞ্জের এক মিশনের সেনা পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন মেজর সুমন গাওয়ানি। যৌন সহিংসতার বিরুদ্ধে সরব হওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জ নিযুক্ত ২৩০ জন সেনা পর্যবেক্ষককে পরামর্শ দিয়ে গিয়েছেন। এবং মিশনের প্রতিটি দলে মহিলা সেনা পর্যবেক্ষকের উপস্থিতি নিশ্চিত করেছেন। এই যৌন সহিংসতার বিরুদ্ধে দক্ষিণ সুদানের সরকারি সেনাবাহিনীকেও তিনি প্রশিক্ষণ দিয়েছেন। ব্রাজিলের নৌসেনা আধিকারিক কার্লা মন্টেরো ডেকাস্ট্রো আরায়ো-র সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পেতে চলেছেন সুমন গাওয়ানি। এই নৌসেনা কর্তা মধ্য আফ্রিকায় রাষ্ট্রপুঞ্জের হয়ে বেশ কয়েকটি স্থিতিশীল মিশনে যুক্ত রয়েছেন। গুতেরেসের সভাপতিত্বে আগামী শুক্রবার তাঁরা পুরস্কারে সম্মানিত হবেন। যে দিনটি রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা দিবস হিসেবে পরিচিত। এই প্রসঙ্গে গুতেরেস বলেন, এই শান্তিরক্ষাকারীরা শক্তিশালী রোল মডেল। যে সব সম্প্রদায়ের জন্য দিনরাত পরিশ্রম করে চলেছি তাঁদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি এনে দিয়েছেন এই রোল মডেলরা। শুধু তাই নয়, সেই সব মানুষগুলোর মধ্য বিশ্বাস ও আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করেছেন। আরও পড়ুন- Indias COVID-19 Tally: সোমবার দিনভর করোনায় আক্রান্ত ৬ হাজার ৫৩৫ জন, ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা এখন ১,৪৫,৩৮০

এই প্রসঙ্গে মেজর গাওয়ানি বলেন, “আমরা যে যাই পদে কাজ করি না কেন, শান্তিরক্ষাকারী হিসেবে আমার দায়িত্ব যে দৈন্দিন কাজে নারী পুরুষ নির্বিশেষে সকলকে শামিল করা। সেইভাবেই সহকর্মীদের সঙ্গে বার্তালাপ করা ও সিভিলিয়ানদের ক্ষেত্রেও একই পদ্ধতির প্রয়োগ করা।”