Vande Bharat Stone Pelting Incident: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনায় কড়া ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র
রেলওয়ে সূত্রে খবর, আরপিএফ এই ধরনের ঘটনা আটকানোর জন্য ইতিমধ্যেই এক সচেতনতামূলক কর্মসূচি চালু করেছে। পাশাপাশি প্রতিটি রেল স্টেশনে কেউ যাতে রেলের সম্পত্তির ক্ষতি না করতে পারে তার দিকে কড়া নজর রাখা হয়েছে।
নয়াদিল্লি: চালু হওয়ার পর থেকে সপ্তাহখানেকও কাটেনি। তার মধ্যেই পশ্চিমবঙ্গের (West Bengal) দুটি জায়গায় বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উপরে পাথর (stones) ছুঁড়েছে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। এই বিষয়ে এবার কড়া ব্যবস্থা (Initiates Action) নিচ্ছে রেল মন্ত্রক (Railway Ministry)।
রেলওয়ে সূত্রে জানান গেছে, হাওড়া-নিউ জলপাইগুড়ি (Howrah-New Jalpaiguri) বন্দে ভারত এক্সপ্রেসে লাগানো থাকা সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera) ওঠা ভিডিয়ো ফুটেজ (Video footage) ও ছবি (photos) দেখে অভিযুক্তদের (accused) শনাক্ত করা হয়েছে (identified)। তার ভিত্তিতে তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি দোষীদের ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হওয়ার পর থেকে এই সপ্তাহেই দুটি ভিন্ন জায়গায় ভারতের সবথেকে দ্রুতগামী ট্রেন নামে পরিচিত এই এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। তার মধ্যে প্রথম ঘটনাটি ঘটছে মালদার (Malda) কুমারগঞ্জ (Kumarganj) স্টেশনের কাছে। সেমি-হাই স্পিডের এই ট্রেনটি (semi-high speed train) যখন নিউ জলপাইগুড়ির (New Jalpaiguri) দিকে যাচ্ছিল তখন অভিযুক্তরা পাথর ছুঁড়ে একটি কামরার জানলা ভেঙে দেয়। আর মঙ্গলবার দ্বিতীয় ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলায় (Darjeeling district)।
বর্তমানে অভিযুক্তদের চেহারা শনাক্ত হওয়ার পরে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (Railway Protection Force) (আরপিএফ) ও গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (Government Railway) (জিআরপি) তাদের গ্রেফতার (arrest) করার জন্য চারিদিনে চিরুনি তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যে দুটি ঘটনাতেই নিউ জলপাইগুড়ি স্টেশনের আরপিএফ চৌকিতে রেলওয়ে আইনের (Railway Act) ১৫৪ ধারা অনুযায়ী একটি এফআইআর (FIR) দায়ের হয়েছে। রেলওয়ে বোর্ডের তরফেও এই ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়ার জন্য চাপ দিচ্ছে।
রেলওয়ে সূত্রে খবর, আরপিএফ এই ধরনের ঘটনা আটকানোর জন্য ইতিমধ্যেই এক সচেতনতামূলক কর্মসূচি চালু করেছে। পাশাপাশি প্রতিটি রেল স্টেশনে কেউ যাতে রেলের সম্পত্তির ক্ষতি না করতে পারে তার দিকে কড়া নজর রাখা হয়েছে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)