Telangana: করোনাকালে মাস্ক না পরলেই ১ হাজার টাকা জরিমানা, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নির্দেশ
এই ভয়াবহ করোনাকালে যাঁরা মাস্ক পরবেন না, তাঁদের থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হবে। রাজ্য প্রশাসনকে এমনই নির্দেশ দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (KCR)।
হায়দরাবাদ, ৯ এপ্রিল: এই ভয়াবহ করোনাকালে যাঁরা মাস্ক পরবেন না, তাঁদের থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হবে। রাজ্য প্রশাসনকে এমনই নির্দেশ দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (KCR)। বৃহস্পতিবার তেলেঙ্গানা সরকারের তরফে এই সংক্রান্ত নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার পর্ধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল কোভিড বৈঠকে যোগ দিয়েছিলেন কে চন্দ্রশেখর রাও। এই বৈঠকের পরে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পরে জারি হয় এহেন নির্দেশিকা। রাও জানিয়েছেন, রাজ্যজুড়ে কোভিডের আরটি পিসিআর টেস্ট বাড়ানো হোক। যাঁরা সামনের সারিতে থেকে লড়াই করছেন তাঁদের যেন এক সপ্তাহের মধ্যে টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। আরও পড়ুন-PM Modi Virtual Covid-19 Meeting: লকডাউন হচ্ছে না তবে করোনা কার্ফিউ জারি হতে পারে, নরেন্দ্র মোদি
এই কাজে ১০০ শতাংশ সাফল্য ধরে রাখতে হবে। প্রত্যেকে যেন মাস্ক পরে তা নিশ্চিত করতে হবে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বের হলেই দিতে হবে ১ হাজার টাকা জরিমানা। এই নিয়মে কোনওরকম গাফিলতি চলবে না। অন্যদিকে ৪৫ বছরে ঊর্ধ্বে প্রত্যেক নাগরিককে করোনার টিকা দিতে হবে।