Covid-19: রাহুল, প্রিয়াঙ্কার জন্ম যাঁরা হাতে, কোভিড কাড়ল সেই চিকিৎসকের প্রাণ
দিল্লি, ১৪ মে: কোভিডে (Corona) আক্রান্ত হয়ে চলে গেলেন স্বনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এস কে ভান্ডারি। করোনার থাবায় চলে যান দিল্লির এই স্বনামধন্য চিকিৎসক এস কে ভান্ডারি।বৃহস্পতিবার এস কে ভান্ডারির মৃত্যুর খবর জানানো হয় দিল্লির স্যার গঙ্গারাম হাসপাালের তরফে।
প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) এবং রাহুল গান্ধীর (Rahul Gandhi) জন্ম হয় যাঁর হাতে, সেই চিকিৎসকের মৃত্যুর খবর শোকস্তব্ধ চিকিৎসক মহল। প্রিয়াঙ্কার দুই সন্তানের জন্মও হয় এই এস কে ভান্ডারির হাতেই। ৮৬-র এই চিকিৎসকের প্রয়ানে তাই শোকের ছায়া নেমে এসেছে। এস কে ভান্ডারির মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রিয়াঙ্কা গান্ধী।
আরও পড়ুন: Goa: গোয়া মেডিকেলে 'মৃত্যু মিছিল', অক্সিজেনের অভাবে মৃত্যু ৭৪ করোনা আক্রান্তের
স্যার গঙ্গারাম হাসপাতালের(Hospital) চিকিৎসক ডিএস রানা জানান, হৃদযন্ত্রে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন এস কে ভান্ডারি। হাসপাতালে ভর্তির পর তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালে ভর্তির ২ সপ্তাহের মধ্যেই মৃত্যু হয় এই বর্ষীয়ান চিকিৎসকের। কোভিড (COVID 19) ভ্যাকসিনের (Vaccine) পরপর দুই ডোজ নিয়েও মৃত্যু হয় এই চিকিৎসকের। এমনই জানা গিয়েছে হাসপাতালের তরফে।